পাতা:ভক্তিগানামৃত.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্যামা বিষয় সঙ্গীত । - سسکس وحی کےہم۔ রাগিণী সুরাট মল্লার । তাল জলদতে তাল । শঙ্কটে পড়ে উমা, ডাকি তোমায় শঙ্কটে । তুমি ঘটে তুমি পটে, তুমি আছ সৰ্ব্ব ঘটে । যে ডাকে ম| বোলে ভুগে, রক্ষা কর তায় ফুৰ্গে, নাশ কর উপসর্গে, ত্রাহিমে যম-কপটে । সময় প্রায় উপনীত, কালে দেখিয়ে ত্ৰাসিত, যেন ন হই পতিত, কালের কর বিকটে ॥ নহি ত মাতঃ পাষণ্ড, তবে কেন পাব দণ্ড, চন্দ্রের কলঙ্ক খণ্ড, নিবেদন করপুটে । ( > ) রাগিণী কানে ড্রা । তাল কওয়ালি ঠেকা । কি লাগি করেছ, এলো কেশ [ গে। মা ! ] | রঞ্জিত বেশ তেজি, ধরেছ বিকট বেশ । কেন তেজিলে আবাসে, কেন তেজিলে মা বাসে, শ্মশানে মা দিগবাসে, করেছ কেন প্রৰেশ । এই কি তোমার স্থান, শ্মশানে যে অবস্থান, এই কি হলো বিধান, কতো যে হইবে ক্লেশ ॥ কুবের যার ভাণ্ডারী, কৈলাস যাহার পুরী, এ সব তেজি মাধুরী, আসবে কেন আবেশ । ( २. ) রাগিণী কামোদমল্লার । তাল ঐ । কণর বামা এলো, এলোকেশে বিকট-বেশে, অtসব আলসে, মাভৈৰ্মাভৈৰ্ভাষে । দশনে রসনা ধরা, মুৰ্ত্তি অতি ভয়ঙ্করা,