পাতা:ভক্তিগানামৃত.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ (సె ] চতুষ্কর উপলক্ষে, দ্বিভাব হয়েছ । শুiমার হুংকার রবে, স্থির হয়ে কেবা রবে, দেখ চন্দ্র শবে শিবে, বহুভাগ্যে পেয়েছ । (Se ) রাগিণী মল্লার। তাল কওয়ালি । কালোয় যে করে আলো, এমন ৰূপ কে দেখেছে । ভয়ঙ্করী শুভঙ্করী, একে দ্বিভাব কে শুনেছে । সবর অভয়করা, ছিন্নমুণ্ড অসিধরা, . 象 বিরোধিনী পরম্পরা, অসামান্য কে বুঝেছে । সবাসনা বিবসনা, নরকর পরীধান, মণি-হার পরিহীন, নৃমুণ্ডহার পরেছে । চিৎস্বৰূপ। নিরাকারা, অথচ সাকার তারা, রুধিরাক্ত কলেবরা, কিবা কারণে ঘটেছে । নির্লিপসা যথা নিগুণ, ইচ্ছা লিপসতে সগুণা, সে কি রণে দেয় হানা, যে কালী হষ্টি করেছে ৷ যার পদ জলে স্থলে, শিব তার পদতলে, বিকট ৰূপে মোহিলে, ভক্তে যাহা ভাবিতেছে । দানব দল নিন্দিতা, ত্ৰিদশগণ বন্দিতা, অমরে অভয়াম্বিতা, ভয়দা দৈত্যে হয়েছে ॥ স্বরস্থির তব স্বষ্টি, দ্বিভাবে কেন গো দৃষ্টি, সুধা কোথা বিষ-বৃষ্টি, এ ভাব চন্দ্র জেনেছে । (SS) রাগিণী খাম্বাজ । তাল কওয়ালি আধা । শঙ্করী শিব-মনমোহিনী মা । তারণ কারিণী, শিবে সনাতনী ॥ শেখরি দুহিতা, পরমশোভিতা, দেব আরোধিতা, দুঃখ-নিবারিণী ।