পাতা:ভক্তিগানামৃত.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬২ ] ধরাধর তুমি ধাত্রী, ভবসারা তুমি কত্রী, জনগণ সুখদাত্রী, তার কেন এ আকার ॥ সম্বর সম্বর রণ, দনুজ হল নিধন, ষাও নিজ নিকেতন, পৃথিবীর গেল ভার । দনুজ করি নিঃশেষ, কত যে হয়েছে ক্লেশ, চন্দ্র জ্ঞাত সবিশেষ, মহিমা মা গো তোমার ॥ রাগিণী সরফরদা । তাল জলদূতে তালা । তব পদে ও'ম শুমা, অস্থয়া ভক্তি কেন হয়। চঞ্চল হয়েছে মন, স্থির কভু নাহি রয় ॥ যে দিকে লওয়াও মতি, সেই দিকে মনোগতি, কি হইবে ভবিষ্যতি, মনোগতি দেখি ভয় । আমি ভাবি শ্ৰীচরণ, মন তাহে উচাটন, কেন হয় এ ঘটন, ভাবি না পাই নির্ণয় ॥ কুকৰ্ম্ম করেছি কত, যাতে হয় এই মত, অস্থির মন সতত, মুঢ়তা কেমনে জয় । যদি মা দুষিত হই, সদা শুiমা গুণ কই, নাহি জানি শুiম বই, জান ত চন্দ্র হৃদয় ॥ রাগিণী ইমনকল্যাণ । তাল জলদতেতাল । কাল বলে কে মাকে, এ যে উজ্জ্বল বরণ । যে জানে না সেই বলে, শু। মা বিবসন ॥ দৈত্যগণে ভয়ঙ্করী, ভক্ত জনে শুভঙ্করী, দ্বেষী জনে আশঙ্করী, ক্ষুদ্র বুদ্ধিতে জানে না । শ্মশানেতে নহে বাস, স্বধ্যমে তার অাবাস, কে জানিবে এ অভিাষ, তাহার কিবা বাসনা ॥ চিন্ময়ী সা নিরাকার, ইচ্ছামাত্রেই সাকার, ( ১৬ ) ( S१ )