পাতা:ভক্তিগানামৃত.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७१ ] সাধক সেবিত পদ, সে পদ চন্দ্র সম্পদ, সংসার মহাবিপদ, সংহর মাতঃ ভক্ষভঙ্গে ॥ রাগিণী বিঝুট । তাল পোস্ত । কেন শ্যামা এলে রণে, ছড়ি ঘরকন্ন । অসি করে কেমন করে, করিতেছ হন্ন ॥ শিবে রাখিয়ে শেখরে, এসেছ মহাসমরে, যাও মাতা নিজ পুরে, শিব ঘরে রন্না। ঘোরবেশ দিগম্বরী, কেন ম৷ এ বেশ হেরি, • যাও মা রণ সম্বরি, চন্দ্র দিবে ধন্ন ॥ রাগিণী খাম্বাজ । তাল কওয়ালি । মৃত্যসি শ্যামা শঙ্কর হৃদে ৷ এলো কেশ দিগবাসী, কীৰ্ত্তিবাস প্রমদে ॥ নরকর পরিহিতা, নরমুণ্ড করে স্থতা, মুণ্ডহার সুশোভিতা, তড়িত যেন অম্বুদে । এ হেন ৰূপ উপমা, কে পারে করিতে সীমা, সামান্য নহে এ বামা, সাধকগণ ক্ষেমদে ॥ করে আসি বরাভয়, পদতলে বিশ্বময়, দর্শনে কলুষ ক্ষয়, সেবক জন মুখদে ৷ মায়া মোহুেতে আবৃত, সতত থাকি বিব্রত, ভ্রমবশে পাপকৃত, ঐ চন্দ্রে রক্ষ বিপদে ॥ রাগিণী ইমনকল্যাণ । তাল ধিমণতেতাল । অ{সব অলসে মগনী, নগনা কে এলো রণে । নবীন মহাপ্রবীণ, শোভন শ্যামবরণে । কমলাস্তে অট্টহাস, কোমলাঙ্গে কর বাস, কমল করে, করে নাশ, কঠোর দানবগণে । ( २७ ) ( २१ ) ( २w)