পাতা:ভক্তিগানামৃত.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १० ] ছে জননি ! ভ্ৰাণ-দাত্রী, মায়াচ্ছন্ন মোহকত্রী, চন্দ্র মন তমোছত্ৰী, জ্ঞানার্ক কর প্রকাশ । ( ৩২ ) রাগিণী ইমন গৌরী । তাল জলদূতে তালা । শু মা গুণ গাও রে, মন আর কি চাও রে । এ বামা সামান্য নহে, কে এমন দেখাও রে ॥ যার নামে যায় নিত্য ধামে, এমন আর কি পা ও রে । শু মা মতি শু্যাম গতি, তাহে মন ধাও রে । শুiমা চরণ অমুল্য ধন, হৃদিমাঝে লাও রে । চন্দ্র উক্তি শুণমা শক্তি, ভক্তিপথে যাও রে ॥ ( లిరి ) রাগিণী কালে ড় । তাল ধিমাকওয়ালি । বিব্রত হয়েছি তারিণী, বিষয় করি আশ্রেয় । আৱত করেছে দেহ, বিষ সমান বিষয় ॥ আচ্ছন্ন বিষয় বিষে, স্বচ্ছন্দ হইব কিসে, কালী মন্ত্র বিষ নাশে, এই প্রবল আশয় । কালী গুণ উক্ত তন্ত্রে, পাপ নাশে কালী মন্ত্রে, তুমি ত সকল যন্ত্রে, তবে কেন দুরাশয় ॥ অস্থায়ী মুখ ঐহিক, কুপ্রবৃত্তি মানসিক, চন্দ্রের ক্লেশ দৈহিক, শুIমা নামে হবে ক্ষয় ॥ ( ৩৪ ) রাগিণী ঝিঝুটা । তাল একতাল । মহারণে বিবসনে, এলো কার কামিনী । সহজে প্রবীণ, অথচ নবীন, ভীষণ রণ-রঙ্গিণী ॥ শু মাঙ্গে রুfধর শোভে, নবঘনে দামিনী । আসব আবেশে অট্ট অউ হাসে, দৈত্যনাশকারিণী ॥ হুঙ্কার রবে স্তব্ধ দানবে, প্রকম্পিত মেদিনী। নর কর কটপর, নর মুগু মালিনী ।