পাতা:ভক্তিগানামৃত.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १8 ] চণ্ডিক শিব নায়িকা, জগৎ প্ৰসবিনী । চন্দ্র সদা অভিলাষ, তব চরণ প্রয়াস, পূর্ণ কর মন আশ, কৃত্তিবাস গেহিনী । (SS ) রাগিণী সরপরদ । তাল জলদূতে তাল । রণে কেন হলে মত্ত, আত্মতত্ত্ব ন জানিলে । নাশিতে তুচ্ছ অমুরে, কেন গে অসি ধরিলে ৷ ঘোর বেশ এলো কেশ, রণে করেছ প্রবেশ, ভয়ের নাহিক লেশ, অনিমেশ কুতুহলে । কোথায় গেল বসন, কোথায় গেল ভূষণ, কোথা গেল অtভরণ, করলে মুৰ্ত্তি করিলে ॥ সুমিষ্ট মধুর রব, ভীষণ কি শব্দ তব, অবলার কি সম্ভব, পতি রাখা পদতলে । রসন দশনে ধরি, কেন শুমা দিগম্বরী, ন। হেরি ৰূপ মাধুরী, কি কারণে কিবা ছলে । কমল সম নয়ন, হয়েছে রক্ত বরণ, অগ্নিকণা বরিষণ, কোপ দৃষ্টে রাষ্ট্র জ্বলে ॥ হস্তাননে ঘোর ভাষা, বাস ত্যজি দিগবাসা, কুলবর্তী হয়ে আশা, শোভে কি এ রণস্থলে । পরম পরমাত্মিক, সাধক ভীষ্ট দায়িকা, শ্ৰীচন্দ্র প্রতিপালিকা, ত্বং হি এক ভূমণ্ডলে । ( 8ર ) রাগিণী সুরট মল্লার । তাল জলদৃতেতাল । কালবর্ণে করে আলো, কেশ এলো এ এলো কে । এ কামিনী একাকিনী, মহারণে পশিল কে ॥ দামিনী ৰূপ দমন, চন্দ্ৰাননা বিবসনা, ত্রিনয়নী হাস্যানন, আসবে মত্তা হলো কে ।