পাতা:ভক্তিগানামৃত.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १ ¢ ] ছিন্ন মুণ্ড হার গলে, নর কর বস্ত্ৰ ছলে, মাভৈঃ মাভৈঃ মাত্র বলে, করে অসি মাতিল কে । দৈত্যমুণ্ড করে ধরি, ভীমবেশ ভয়ঙ্করী, উন্মত্ত সম এ নারী, পদতলে পড়িল কে । বামা বয়সে নবীন, সমরে দেখি প্রবীণ, অন্যের সাহায্য বিনা, অসুরে বধিল কে । অপৰূপ। এ ভামিনী, রণমাঝে বিহারিণী, সামান্য নহে রমণী, ভাবে চন্দ্র জানিল কে ॥* ( ৪৩ ) রাগিণী সুরাট মল্লার। তাল জলদ তেতাল । কালৰূপে চন্দ্র-জ্যোতি, ভীম। অথচ কোমল । বল কে দেখেছে কোথা, কালতে এত উজ্জ্বলা । আসি মুণ্ড শক্র পক্ষে, বরাভয় ভক্তে রক্ষে, সতী হয়ে স্বামী বক্ষে, পদ দিয়ে কুলবালা । সাউহাস ভয়ঙ্করী, মাভৈঃ শব্দ শুভঙ্করী, নিগুণ সগুণ হেরি, ধৈর্য্যা হইয়ে চঞ্চলা ॥ নিৰ্ব্বাস শ্মশানে বাস, নিৰ্ব্বাস কর মা বাস, ভক্তে আশ শক্র ত্রাস, কঠিন কোথা সরলা । স্বৰূপ দেখে মা ভক্তে, শক্র দেখে ভয়যুক্তে, শত্রু দৃষ্টে রুধিরাক্তে, সাধক পক্ষে নিৰ্ম্মলা ॥ অকণয়ে আকার ন্বিতা, দিতিতনয়ে গৰ্ব্বিতা, সাধকেতে কৃপান্বিতা, অবলা হয়ে প্রবলা । তাড়না দনুজ পক্ষে, কৰুণা সাধক রক্ষে, একেই দ্বিভাব লক্ষে, কুটিলা কভু সরলা ॥ কে বুঝিবে তব মায়া, সগুণ নিগুণ কায়া, চন্দ্র শিরে পদছায়া, দেহি গে। শেখরবালা ॥ (88)