পাতা:ভক্তিগানামৃত.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ११ ] রুধির করি লেপন, রণ বেশেতে সাজিলে । পতি দেখ বিদ্যমানে, পিতা মাতা বৰ্ত্তমানে, কি ভাবে আইলে রণে, কি যুক্তি মনে বুঝিলে । ত্যজিয়ে রম্য ভবনে, কি কারণে এ শ্মশানে, কি বিধানে কি সাধনে, একাকিনী প্রবেশিলে । ষড়ানন গজানন, মাতা বিন উচাটন, মায়ের কঠিন মন, পুত্র দ্বয়ে কি ভুলিলে । ছিলে গৌরী হলে শুমা, কে জানিবে এ মহিমা, তোমার ৰূপ অসীমা, চন্দ্র-জ্যোতি পদতলে ॥ ( ৪৬ ) রাগিণী খাম্বাজ । তাল কওয়ালি । শঙ্কর হৃদয় চারিণী, নৃত্যই শুIম উলঙ্গিনী । রুধিরাক্ত কলেবরা, যেন উন্মদিনী ॥ মহারণে মোহিতা, পদ বিচলিতা, ক্ষণে সচকিত, ঘোর নিনাদিনী । নৃমুণ্ড স্থশোভিতা, আসি মুণ্ড কর ধ্রুতা, করকাঞ্চি পরিহিতা, হুঙ্কার রব কারিণী ॥ আiসব অলসে, অট্ট অট্ট হাসে, মাভৈঃ মাভৈঃ ভাষে, দৈত্য বিনাশিনী। লম্বিত সুচিকুর, পদে শোভে নুপুর, ভীষণ ৰূপ মধুর, শিব মন হারিণী ॥ কোমল শুIম অঙ্গ, ষোগিনীগণ সঙ্গ, রণে কুত করে রঙ্গ, রণ বিলাসিনী । ত্রিনয়ন ঘুর্ণিত, দৈত্যগণু তাপিত, বসুন্ধর কম্পিত, সহিত কমঠ ফণী ॥ সম্বর রণ সম্বর, পদতলে দিগম্বর,