পাতা:ভক্তিগানামৃত.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १४ ] পর শু) মা অস্বর, হে ভব ভামিনি । মহাকাল কামিনী, কালরাত্ৰি ৰূপিণী, কাল ভয় বারিণী, চন্দ্র দেয়ী কল্যাণী ॥ ( 8१ ) রাগিণী বিভাষ । তাল পোস্ত । শু মা কেন নাচ গো, মা শঙ্কর হৃদে ৷ জান না কি মহাদেব, পতিত যে তব পদে ॥ চরণের মহাভার, কি সাধ্য সহে সংসার, ভব বিনা কেৰা অার, সবে সম্পদে বিপদে । পতিত যে পতি তব, পদতলে অগৌরব, তোমার কি সম্ভব, এ কি যুক্তি বিসম্বদে । ভব যে পতিত ভবে, দৃষ্ট করি দেখ শিবে, তুষ্ট হও চন্দ্র স্তবে, শিবে রাখ নিরাপদে ॥ ( 89. ) রাগিণী বেহাগ । তাল জলদতে তাল । মহারণে এলোকেশে, এলো কে সে দিগবাসে । নির্ভয়ে রণে প্রবেশে, ঘোর রব সাট্ট হাসে ॥ . শিব দেখি মহীতলে, কমল চরণতলে, মাভৈঃ মাভৈঃ সদা বলে, আসব পান আবেশে । কালরাত্রি স্বৰূপিণী, ভীষণ মুৰ্ত্তি ধারিণী, শক্রমধ্যে একাকিনী, কে জানে কিবা অণভাষে ॥ অস্থিরা যেন দামিনী, গম্ভীরা সম মেদিনী, সামান্য নহে কামিনী, কটাক্ষে কলুষ নাশে । বাম দৃশ্বে পাগলিনী, কিন্তু নহে উন্মাদিনী, সৰ্ব্বভূত বিধায়িনী, অসাধ্য জানা রিশেষে ॥ নিৰ্ব্বিকার নিরাকার, কার্য্যেতে হয় সাকার, চন্দ্র সৰ্ব্ব দুঃখ হর, স্থায়ী কর মা আবাসে ॥ ( 8న )