পাতা:ভক্তিগানামৃত.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ b> ] কেন করকাঞ্চী পরি, কেন করে আসি করি, কেন শিবে পদ ধরি, গৌরাঙ্গী শুIমবরণে ॥ কেন এলো করি কেশ, কেন আসবে অাবেশ, কেন এ বিকট বেশ, কেন রসন দশনে ॥ কেন গলে মুণ্ডমালা, কেন ব। এত চঞ্চল, কেন বা এত বিহবলা, দিতিস্থত সন্নিধানে । দ্বিনয়নে ত্রিনয়ন, কেন করেছ ধারণ, কেন দনুজ ছেদন, নচিছ রণ অঙ্গনেনারীর এ নহে কৰ্ম্ম, সতীর এ নহে ধৰ্ম্ম, চন্দ্র জ্ঞাত শ্বামী মৰ্ম্ম, সগুণ কাৰ্য্য সাধনে ॥ ( (t8 ) রাগিণী দেশ সুরট । তাল জলদৃতেতাল । স্থপুত্ৰ কুপুত্ৰ হৌক, মাতার সমান স্নেহ । শু মে। তোমার পুত্র মধ্যে, আমি কি মা নহি কেহ ॥ পুত্রের যে আবদার, মাতার সহ নহে ভার, তবে কেন তিরস্কার, এ দেখে হয় সন্দেহ । তনয় অবাধ্য হলে, মাতা নাহি দেয় ঠেলে, বরং ধরে রাখে কোলে, কখন নহে অস্নেহ । তোমার তনয় হই, জানি না মা তোমা বই, তবে কেন ভিন্ন রই, চন্দ্রে সদা কষ্ট দেহ ॥ ( tst ) রাগিণী আড়ান বাহার । তাল জলদূতে তাল । বিষয় কুপেতে শু্যাম, করেছ মাতঃ পতিত । বিবেক অবলম্ব বিন, কিসে হই উদ্ধারিত। সদা উপাৰ্জ্জুনে মন, ধনে হয়ে অচেতন, না করি তব সাধন, আশয়ে হয়ে মোহিত । , শু্যামার সাধনা শ্রেষ্ঠ, মায়া মোহে করে ভ্রষ্ট, " ( >> )