পাতা:ভক্তিগানামৃত.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৮৬ ] সহজে বালা নবীনা, প্রবল রণে প্রবীন, করালা মহা স্বাধীন, অবলা ভীষণ ভাষে । জাজিয়ে রঞ্জিত বেশ, কুঞ্চিত মোচিত কেশ, কিঞ্চিত না হয় ক্লেশ, সঞ্চিত রণ অভ্যাসে ॥ সম্পদ মহা বিপদ, রাজ্যপদ বিসম্বদ, শু্যামাপদ শ্রেষ্ঠ পদ, অাম্পদ চন্দ্র মানসে ॥ ( ૭8 ) রাগিণী বিভাষ। তাল জলদৃতেতাল । এ যে শ্বামী হ্যামবর্ণা, কিন্তু শু। মা শ্বামী নয় । দেখিতে শ্বামী এ বামা, শুIমবর্ণে জ্যোতিৰ্ম্ময় ॥ শ্ৰীগৌরাঙ্গ গিরিবালা, চন্দ্র সম সমুজ্জ্বলা, দপণ সম সচ্ছলt, ছ{য়াৰূপ শু (ম কয় । কতু গৌর কভু পীত, নীল কভু বা অসিত, কতু ধুম্র বা লোহিত, ভীষণ শোভিত হয় । সবাসে বা দিগবাসে, শ্মশানে কভু আবাসে, কৰ্ভু মিষ্ট অট্টহাসে, অসাধ্য কর। নির্ণয় । কখন শিবের ব{মে, কখন ব1 রণে ভ্ৰমে, এ বণ মরে কোন ক্রমে, কে জানে তথ্য নিশ্চয় ॥ স করা কি নিরণকারী, সরল কি ভয়ঙ্করা, ধীর। কি অধীর ঘোরা, কে জানে কি ভাবে রয় । কৰ্ভু মৃদু মিষ্ট বাণী, কখন কর্কশ ধনি, কখন সহ সঙ্গিনী, কভু রণে করে জয় ॥ কতু কৃশা কভু স্কুল, কখন এক বহুলা, স্থিরা কখন উতলা, কতু স্বষ্টি কভু লয় । দ্বিনয়ন। ত্রিনয়ন, শবাসন সিংহাসন, কখন মুণ্ড ভূষণা, ইচ্ছাময়ী কি আশয় ॥