পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৪
ভগ্নহৃদয়।

কিসের সরম আমার কাছে?
যে কুসুম, সখা, শাখা হোতে ঝোরে
চরণের নীচে পড়ে সাধ কোরে,
কে না জানে বল তাহার কপালে
চরণে দলিয়া মরণ আছে!
(নীরদের প্রতি) 
এই যে নীরদ, এনেছ গাঁথিয়া
গোলাপ ফুলের হার!
ভূলে গেছ কেন বাছিয়া ফেলিতে
কাঁটা গুলি, সখা, তার?
তবে গো পরায়ে দাও—
না হয় কাঁটায় ছিঁড়িবে হৃদয়,
না হয় এ বুক হবে রক্তময়,
এনেছ গাঁথিয়া গোলাপ যখন
তবে গো পরায়ে দাও!
কতই না কাঁটা বিঁধিয়াছে হেথা
রাখিতে গোলাপ বুকের কাছে,
জ্বলুক হৃদয়—বহুক্ শোণিত,
তা’ বোলে গোলাপ ফেলিতে আছে?
(প্রমােদের প্রতি) 
চাইনে তোমার ফুল উপহার,
যাও—হেথা হোতে যাও!
দুটি ফুল দিয়ে, ফুল বিনিময়ে
হাসি কিনিবারে চাও!