পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চতুর্দ্দশ সর্গ।
১১৯

অথবা হয়ত, সখি, আমারিই ভূল;
হয়ত সে মনে মনে কল্পনায় অকারণে
প্রণয়ে সন্দেহ করে হোয়েছে আকুল।
অভিমানে জানাইতে চায় মোর কাছে—
রাখেনা আমার আশা, নাই কিছু ভালবাসা,
ভাল না বেসেও মোরে বড় সুখে আছে!
যখন গাহিতেছিল মরমে দহিতে ছিল,
হাসি সে মুখের হাসি আর কিছু নয়,
গোপনে কঁদিতেছিল অশান্ত হৃদয়!
আজ আমি তার কাছে যাই একবার;
শুধাই,—অমন কোরে কেন সে নিষ্ঠুরা মোরে
দিয়াছে বেদনা, দলি হৃদয় আমার? (কবির প্রস্থান)
মুরলা।—আসিয়াছে সন্ধ্যা হোয়ে নিস্তব্ধ গভীর, 
তারা নাহি দেখা যায় কুয়াশা ভিতরে,
একটি একটি কোরে পড়িছে শিশির
মুবলার মাথার শুকানো ফুল পরে!
জীর্ণ-শাখা শীত-বায়ে উঠে শিহরিয়া,
গাছের শুকনো পাতা পড়িছে ঝরিয়া;
ওঠ্লো মুরলা, ওঠ্, দিন হোল শেষ,
পর্‌লো মুরলা, পর্‌ সন্ন্যাসিনী বেশ!
মুরলা? মুরলা কোথা? গেছে সে মরিয়া;
সেই যে দুখিনী ছিল বিষণ্ন মলিন,
সেই যে ভাল বাসিত হৃদয় ভরিয়া,
সেই যে কাঁদিত বনে আসি প্রতিদিন,