পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সপ্তদশ সর্গ।
১৩৩

আর কেহ কেহ নয়;
পৃথিবীর লোক সেই এক জন;
যদি সে হারায় তা’কে
আর তার তরে রবি নাহি উঠে,
আর তার তরে ফুল নাহি ফুটে,
কিছু তার নাহি থাকে!
বহিছে তটিনী বহিছে তটিনী
তটিনী বহিছে না,
গাহিছে বিহগ গাহিছে বিহগ
বিহগ গাহিছে না।
সমস্ত জগৎ গেছে ধ্বংশ হোয়ে
নিভেছে তপন শশি,
সারা জগতের শ্মশান মাঝারে
সে শুধু একেলা বসি।
কি একটি বালু-কণার উপরে
তাহার সমস্ত জগৎ ছিল!
নিশ্বাস লাগিতে খসিল বালুকা,
নিমেষে জগৎ মিশায়ে গেল!
হা রে হা অবোধ, জীবন লইয়া
হেন ছেলে খেলা করিতে আছে,
ক্ষণস্থায়ী ওই তিলেকের পরে
সমস্ত জগৎ গড়িতে আছে,
মুহূর্ত কালের ক্ষীণ মুষ্টি মাঝে
তোর চিরকাল রাখিতে আছে?