পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিংশ সর্গ।
১৫৩

পায়ে স্বর্ণ ভূষণের চেয়ে
হৃদয়ের নুপূর শোভে কি?
কি করিব বল্ দেখি তাহা
আপনি সে গেল যদি রেখে!
আমিত চাই নি তারে ডেকে!
আমারেই দিলে কেন আসি
রূপসীত ছিল রাশি রাশি।
সুহাসি কমলা ছিল না কি?
শুনেছি মধুর তার আঁখি!
বিনোদিনী ছিল ত সেথায়
রূপ তার ধরেনা ধরায়!
তবে কেন মন খানি তার
আমারে সে দিল উপহার?
দেব কি ইহারে দূরে ফেলে,
অথবা রাখিব কাছে কোরে,
ভাই ভাবিতেছি মনে মনে
কি করিব, বল্ তাই। মোরে!