পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রয়স্ত্রিংশ সর্গ।
১৮৯

মরণে করিবে আজ প্রায়শ্চিত্ত তার!
কেন আজ মুখখানি শীর্ণ ও মলিন—
বড় যেন শান্ত দেহ—অতি বলহীন—
রাখ কবি মাথা রাখ’-এই বুকে মাথা রাখ’
একটু বিশ্রাম কর হৃদয়ে আমার!—
ছিছি সখা কেঁদোনাকো—মুরলার কথা রাখো
ও মুখে দেখিতে নারি অশ্রু বারি ধার!
কবি।—এতদিন এত কাছে ছিনু এক ঠাঁই 
মিলনের অবসর মোরা পাই নাই।
কে জানিত ভাগ্যে, সখি, ঘটিবে এমন
মরণের উপকূলে হইবে মিলন।
মুরলা।—কি যে সুখ পেতেছি তা’ বলিব কি কোরে— 
বল সখা, এখনি কি যাব’ আমি মোরে?
এই মরণের দিন না যদি ফুরায়—
মরিতে মরিতে যদি বেঁচে থাকা যায়—
দিন যায় দিন যায়—মাস চোলে যায়
তবু মরণের দিন না যদি ফুরায়!—
সখা ওগো—দাও মোরে—দাও মোরে জল
সুখেতে হোয়েছি শ্রান্ত—অতি দুরবল।—
কবি।—বিবাহ হইবে, সখি, আজ আমাদের— 
দারুণ বিরহ ওই আসিবার আগে, সই,
অনন্ত মিলন হোক্ এই দুজনের!
আকাশেতে শত তারা চাহিয়া নিমেষ হারা,—
উহারা অনন্ত সাক্ষী রবে বিবাহের!—