পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৪
ভগ্নহৃদয়।

মিছে মালা গাঁথা হলে বোসে আছি এই খানে?
অনিল।—এই যে ললিতা হােথা—ফুরালো কি মালা গাঁথা? 
আরেকটু এসে না হয় গাঁথিতে মালা!
এই হেথা কাছে আয়—কিসের সরম তায়?
কেমন গাঁথিলি ফুল একবার দেখি বালা!
আদরিণী—আদরিণী—দেখি হাতখানি তোর,
এমনি করিয়া সখি বাঁধ্‌লো হৃদয় মোর!
একবার দেখি সখি, কাছে আন্ মুখখানি,
এমনি করিয়া রাখ্ বুকের মাঝারে আনি!
কেন, লাজ এত কেন—আঁখি দুটি নত কেন?
কি কোরেছি? একটি শুধু চুম্বন বইত নয়!
আরেকটি এই লও—আরেকটি এই লও—
আর নয় করিব না বড় যদি লাজ হয়!
না হয় কুন্তল দিয়ে ঢেকে দিই মুখ খানি!
দেখিতে আনন তোর ওই চন্দ্র ভাবে—ভোর
এক দৃষ্টে চেয়ে, সখি, রোয়েছে অবাক্ মানি!
ওই দেখ্ তারা গুলি সহস্র নয়ন খুলি
ওই মুখটির তরে খুঁজিছে সমস্ত ধরা,
উচিত কি সখি তাদের নিরাশ করা?
নয়নে নয়ন রাখি একবার মেল আঁখি,
মিশাও কপোলে মোর ললিত কপোল তব;
কথা কও কানে কানে—মৃদু প্রণয়ের গানে
জাগাও ঘুমন্ত হৃদে সুখ-স্বপ্ন নব নব!
মনে আছে সেই রাত্রে কত সাধনার পরে