পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রথম সৰ্গ।

হরষের হাসি অধরে ধরেনা,
 কিছু যদি আছে লাজ!
মুরলা।—আহা সখি, বড় তারা ভালবাসে দুইজনে! 
চপলা।—হ্যাঁ সখি, এমন আর দেখিনিত বর-কোনে! 
জানিস্‌ত সখি, ললিতার মত
 অমন লাজুক মেয়ে,
অনিলের সাথে দেখা করিবারে
প্রতি দিন যায় বিপাশার ধারে,
 সরমের মাথা খেয়ে!
কবরীতে বাঁধি কুসুমের মালা,
 নয়নে কাজল রেখা;
চুপি চুপি যায়, ফিরে ফিরে চায়,
 বন-পথ দিয়ে একা!
দূর হোতে দেখি অনিলে, অমনি
 সরমে চরণ সরে না যেন!
ফিরিবে ফিরিবে মনে মনে করি
 চরণ ফিরিতে পারেনা যেন!
অনিল অমনি দূর হোতে আসি
 ধরি তার হাত খানি,
কহে যে কত কি হৃদয়-গলানো
 সোহাগে মাখানো বাণী
আমি ছিনু সখি লুকিয়ে তখন
 গাছের আড়ালে আসি,
লুকিয়ে লুকিয়ে দেখিতেছিলেম