বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SoV) ভবিষ্যতের বাঙালী হ’ত, রাজার ছেলে রাজা হ’ত। এখনকার জীবন কিন্তু সে রকম সুনির্দিষ্টভাবে চলে না। সব এখন ওলট-পালট হ’য়ে গেছে । চাষার ছেলে এখন পণ্ডিত হয়, পণ্ডিতের ছেলে এখন সৈনিক হয়, কামারের ছেলে এখন যোদ্ধা হয়, এই রকম কত কিছু হয়। পুত্ৰ এখন পিতার ব্যবসা নিয়ে সন্তুষ্ট থাকে না। যার যে ব্যবসা ভাল লাগে, সে সেই ব্যবসাই अववजश्न काgद्ध । তা’ছাড়া অর্থনৈতিক জীবনের চাহিদাও এখন অনেক বেড়ে গেছে। তখনকার যুগে লোকের অভাব ছিল অল্প, আর সহজেই সে অভাব মিটত। এখনকার অভাব বিবিধ আকারের আর বিবিধ প্রকারের। সে অভাবপূরণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর সরঞ্জামের প্ৰয়োজন । তারপর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ক্রমেই ‘’ বেড়ে চলেছে ; আর সেই বৈশিষ্ট্যের খোৱাক যোগাবার জন্য বিভিন্ন অর্থনৈতিক উপকরণের প্রয়োজনও বেড়ে চলেছে। বাষ্টির দাবী সমাজের অর্থনৈতিক সম্পদের উপর ক্রমেই উৎকট হ’য়ে দাড়াচ্ছে। ফলে, সমাজে, দেখা দিচ্ছে ritg 53 tv (Socialism), Pitytv (Communismo, 47 Cafsor (Bolshevism) প্ৰভৃতি কত কি অর্থ-নৈতিক আদর্শ এবং পরিকল্পনা ! তুমুল এই প্রতিযোগিতার যুগে রাষ্ট্রীয় বন্ধনের গভীর আস্তৱিক ভিত্তির প্রয়োজন অতি স্পষ্টভাবে এ যুগে অনুভূত হ’চ্ছে বলেই পৃথিবীতে বিভিন্ন আকারের এবং প্রকারের একনায়কত্ব, সমষ্টিতন্ত্রতা (Totalitarian states) এসে দেখা দিয়েছে। যন্ত্রের শক্তি ক্রমেই বেড়ে চলেছে। বিভিন্ন সমাজের মধ্যে, বিভিন্ন দেশ বা রাষ্টের মধ্যে ষে দূরত্ব ছিল—কয়লা, বিদ্যুৎ এবং পেট্রলের সাহায্যে যন্ত্র সে দূরত্ব ক্রমেই অপসারিত করছে। ফলে, বিভিন্ন সমাজের মধ্যে এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জীবন-সংগ্রাম ক্রমেই উৎকট থেকে উৎকটতর মূৰ্ত্তি ধারণ করছে।