পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sos ভবিষ্যতের বাঙালী দেশের জন্য, দশের জন্য, দেশের হিন্দু-মুসলমান-শৃষ্টান-নাস্তিক-উচ্চ-নীচ সকল মানুষের জন্য কিছু করেছে কি না। যদি ক’রে থাকে, তা’হ’লে, পরদিন আর কিছু বেশী ক’রে করবার সঙ্কল্প তাকে করতে হ’বে ; আর যদি সে কিছু না ক’রে থাকে, তা’হ’লে নিজের জীবনকে ধিক্কার দিয়ে, করুণাময়ের কাছে ক্ষমা ভিক্ষা ক’রে পরদিনের সেবার এবং সাধনার জন্য অটুট সঙ্কল্প গ্ৰহণ করতে হ’বে। এভাবে যে কাজ করবে, সেবার এবং সাধনার সহজ, সুন্দর ও ফলপ্ৰসু পথ অনায়াসে সে দেখতে পাবে। সেবা এবং সাধনার সাফল্যে জীবন তার সার্থক হ’বে, ভরাট হ’য়ে উঠবে। বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির ইতিহাস পড়লে দেখা যায়, দেশ কিম্বা জাতি যখন কাম্যতার, উচ্চতর কোন জীবনের জন্য 'সত্যই প্ৰস্তুত হয়, তখন কোন ক্ষণজন্ম এক মহাপুরুষ, ভাগ্যনির্দিষ্ট কোন এক মহাNiat K (man of destiny i BfST TIRO ATM, ng At Ft GIF, ATIT শক্তি, সমস্ত সাধনার মূৰ্ত্তি বিগ্ৰহরূপে আবিভূতি হ’ন এবং এসবকে ব্যক্তি এবং রূপায়িত ক’রে তোলেন । ধৰ্ম্মের পরিভাষায় এই সব মহাপুরুষদের অবতার, পয়গম্বর, মেহেদী, মেসাইয়া (Messiah) প্ৰভৃতি বলা হ’য়ে থাকে। কালাইল র্তার বিখ্যাত ‘বীর এবং বীরপূজা’ (Hero and Hero-worship) পুস্তকে এই শ্রেণীর মহাপুরুষদের বীর (Hero) আখ্যা দিয়েছেন। আমরা তাদের যুগমানব বলব। অশোক, আকবর, জর্জ ওয়াশিংটন, কামাল আতাতুর্ক প্রভৃতি হচ্ছেন এই শ্রেণীর যুগমানব। আমার স্থির বিশ্বাস, ভারতবর্ষ যখন জাতীয়তার আদর্শের জন্য সর্বতোভাবে প্ৰস্তুত হ’বে, তখন এই শ্রেণীর এক যুগমানব এ দেশে আবিভূতি হবেন আর জাতীয়তার আদর্শকে ফলে ফুলে সুশোভিত ক’রে দেশে প্রতিষ্ঠিত করবেন। এই প্ৰাচীন দেশের ইতিহাসে গৌরবময়