বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবিষ্যতের বাঙালী SSS যাবে। তিনি যে ভারতের নব্যজীবনের স্রষ্টা, এ বিশ্বাস অটল, আচল ভাবে তার অন্তরে বিরাজ করবে, আর এ বিশ্বাস। তঁাকে অমিত তেজ, অমিত পরাক্রম, অমিত শক্তি দান করবে। সুৰ্য্যের গৌরবে তিনি সার্থকতার পথে অগ্রসর হবেন । ঘুমন্ত রাজকুমারীর নিদ্রাভঙ্গের মতই ভারতবর্ষ এই ভাগ্যনির্দিষ্ট যুগমানবরূপ রাজকুমারের স্নেহ-পরশে আবার জেগে উঠবে, আর সঙ্গে সঙ্গে জেগে উঠবে ভারতবর্ষের বুদ্ধ, যুবক, তরুণ, বৃদ্ধা, যুবতী, তরুণী সকলেই! বাংলার বুকে এই অনাগত যুগমানবের আবির্ভাব-সম্ভাব্যকে সাৰ্থক ক’রে জাতির সর্বতোমুখী ও সাৰ্বাঙ্গীন পুনর্জাগরণ যাতে আনতে পারি, সে জন্য আমরা বাঙালী যেন আজ থেকেই ভাবে ও কৰ্ম্মে কায়মনোবাক্যে প্ৰস্তুত হই-অদূরাগত ঐ স্বর্ণযুগের আগমনী-গানে আমরা যেন এই মূহুৰ্ত্ত থেকেই মুখর হষ্ট ; নিশ্চল অনড় অতীত সংস্কার যেন আমাদের পথরোধ না করে। যুগে যুগে সত্য ও সংস্কার নব নব রূপ পরিগ্রহ ক’রে থাকে, এ প্ৰত্যক্ষ অভিজ্ঞতাকে অস্বীকার ক’রে আমরা যেন আর আত্মবঞ্চনা না করি । বাংলাঁর শ্যামল বুকে যারা লালিত-পালিত, এখানকার সুনিৰ্ম্মল আলো-হাওয়ায় যারা বদ্ধিত ও পুষ্ট, এখানকার মাটির রসে যাদের প্রাণ সঞ্জীবিত, বাংলার গিরিনদী-প্ৰান্তর-পথ যাদের হিয়ায় পুলক-শিহরণ তুলে এবং বাংলা ভাষায় যারা প্ৰথম বর্ণোচ্চারণ করে ও মনের ভাব প্ৰকাশ করে-জাতিবর্ণনির্বিশেষে তাদের ঠাই বাঙালীর নব্য জাতীয়তার প্রশস্ত আঙ্গিনায়ু, অসকুলান হ’বে না। - বাঙালী হিন্দু, বাঙালী মুসলমান, বাংলার সব ভাই-বোনের সম্মিলিত চিত্তে এই অখণ্ড জাতীয়তার অভিনব শুভ প্রেরণা মূৰ্ত্ত হ’য়ে উঠুক, এই প্রার্থনা।