পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छदिशुहङद्र दा७ाब्लो عيالا নগরকে সুসংলগ্ন রেখেছে ! আমি যে ভবিষ্যতের কল্পনা করি, তাতে বাংলার গৃহপালিত পশুপক্ষীর শ্ৰী এবং সৌন্দৰ্য্য বাংলার গৌরবের বিষয় হ’য়ে দাড়িয়েছে ! আমি যে ভবিষ্যতের কল্পনা করি, তার মাংসপেশীবহুল, সুঠাম, বলিষ্ঠ দেহ বাঙালী বৈদেশিকের বিস্ময় উৎপাদান করছে । আমি যে ভবিষ্যতের কল্পনা করি, তাতে বাঙ্গালী নারীর স্বাস্থ্য এবং সৌন্দৰ্য্য বিশ্ববাসীর প্রশংসার বস্তু হ’য়ে দাড়িয়েছে ! আমি যে ভবিষ্যতের কল্পনা করি, তার বিদ্যানিকেতনগুলির স্থাপত্য- সৌন্দৰ্য্য, তাদের উদ্যানের শোভা, তাদের বেষ্টনীর মনোহারিত্বে মানুষের মনকে সৌন্দৰ্য্যের অপরূপ * জগতের সন্ধান দিচ্ছে । আর সেই সব প্ৰতিষ্ঠানের আচাৰ্য্য এবং ছাত্রদের পরস্পরের স্নেহ এবং প্রীতি নাগরিকদের আদর্শ হ’য়ে উঠেছে ; তাদের সত্য-শ্রেয়ঃ-সুন্দরের সাধনা বিশ্বের অনুকরণীয় গৌরবের বিষয় হ’য়ে দাড়িয়েছে। আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখছি, তাতে হিন্দু তার ধৰ্ম্মের অম্ভনিহিত চির-সত্যের সন্ধান পেয়েছে, মুসলমান তার ধৰ্ম্মের অন্তনিহিত শাশ্বত-সত্যের সন্ধান পেয়েছে ; জুরি উভয়ে মৰ্ম্মে মৰ্ম্মে বুঝেছে যে, যেখানে সত্য সেখানে দ্বন্দ্ব নাই ; যেখানে সুন্দর সেখানে দ্বেষ-হিংসা নাই ; যেখানে শ্রেশ্নঃ সেখানে সঙ্কীর্ণতা নাই, কার্পণ্য নাই ; আলোকের পথে অস্তুহীন একাগ্র অভিযানই সকলের ধৰ্ম্ম হ’য়ে দাড়িয়েছে! আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখি, তাতে জ্ঞানসমূদ্ধ, ভাবসম্পদে গরীয়ান BBD BD BDSSSDLESLDBBDBD S SDBDBSDBBDBSDDS DBBD BDDDS বুদ্ধিবিশিষ্ট যোগ্যতমের উপর অতি সহজ ভাবেই ন্যস্ত করছে--নিৰ্বাচনের অপ্রিয়তা ও স্বাৰ্থান্ধতা সেখানে মুছে গেছে । আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখি, তার সাহিত্য থেকে শব্দের ফাকি আড়ম্বর আর ভাবের দৈন্য চিরতরে বিদায় গ্রহণ করেছে! সত্য-শ্ৰেয়ঃ-সুন্দরের নিত্য নূতন অনুভূতিতে সে সাহিত্য নিত্য নূতন পথ রচনা করছে। সে সাহিত্যের