বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yoዓ ভবিষ্যতের বাঙালী গ্লানি বর্জন করতে বাধ্য করে । সুস্থ, উন্নতিশীল রাষ্ট্ৰীয় জীবনের এই সব গুণাবলীর অভাব যতদিন আমাদের মধ্যে থাকবে, ততদিন শাসনতন্ত্রের আকার-প্রকারের সংস্কার এবং পরিবর্তন থেকে আমরা বিশেষ কোন সুফলের আশা করতে পারি না । প্ৰকৃতপক্ষে এই গত কয়েক বৎসরে আমরা স্বায়ত্তশাসনের অধিকার কিছু কিছু পেয়েছি, আর অদূর ভবিষ্যতে যে আরও অনেক কিছু আমাদের হাতে আসবে, সেটা আশা করা অসঙ্গত হবে না। তবে যে ক্ষমতা আমাদের হস্তগত হয়েছে, তার যে প্ৰকৃত সদ্ব্যবহার করতে পারিনি, তার কারণ হ’চ্ছে আমাদের পূর্বোক্ত বিভিন্ন নৈতিক , দুৰ্ব্বলতা—আর এই দুৰ্ব্বলতা যতদিন থাকবে, ততদিন ক্ষমতার প্রক্লত সদ্ব্যবহার করতে আমরা পারবও না। আমাদের রাষ্ট্ৰীয় জীবন অনাচার, অত্যাচার এবং উচ্ছশ্বিলতার একটা দৃষ্টান্তে পরিণত হ’বে। বিভিন্ন রাষ্ট্রের ইতিহাস পৰ্য্যালোচনা করলে দেখতে পাওয়া যায়, জাতীয় এবং রাষ্ট্ৰীয় জীবনের স্থায়িত্ব নাগরিকদের নৈতিক স্বাস্থ্যের উপর একান্তভাবে নির্ভর করে। যতদিন নাগরিকদের নৈতিক জীবন সুস্থ থাকে, ততদিন রাষ্ট্র ও সুস্থ এবং শক্তিশালী থাকে ; আর যখন নাগরিকদের নৈতিক জীবন গ্লানিপূণ হয়, তখন রাষ্টের জীবনও গ্লানিপূর্ণ হ’য়ে উঠে, আর সেই জরাগ্রস্ত রাষ্ট্র অচিরে মৃত্যুমুখে পতিত হয় । গ্রীসের সাধারণতন্ত্রগুলির পতনের আলোচনা প্রসঙ্গে এনসাইক্লোffTER fått fi Ff4 (Encyclopædia Britannica) Riff y cato F বলেছেন : "But it is to moral rather than to political or economic causes that the failure of Greece in the conflict with Macedon is attributed by the most famous Greek statesman of that age. Demosthenes is never weary of insisting upon the decay of patriotism among the