বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

KOS ভবিষ্যতের বাঙালী স্বজাতিগ্ৰীতি এবং জাতির জন্য ত্যাগাস্বীকারই হ’চ্ছে প্ৰকৃত আভিজাত্যের মূল। ভদ্র ব্যবহার এবং স্বাধীনতা হ’চ্ছে সেই আভিজাত্যের শাখা-প্ৰশাখা। এই সব গুণাবলীর সাহায্যেই আভিজাত্য । পূর্ণতা লাভ করে, আর এদের সাহায্যেই তার সম্যক বিকাশ হয়। সাম্রাজ্য যেমন স্বজাতিগ্ৰীতির স্বাভাবিক ফল, তেমনি মহৎ চরিত্র এবং ভদ্র ব্যবহারের ফলও বটে। প্রকৃতপক্ষে চরিত্রের মহত্ত্ব ও ভদ্রমাচরণবজ্জিত ষে স্বজাতিগ্ৰীতি, সে হ’চ্ছে কতকটা অঙ্গহীন অথবা উলঙ্গ মানুষেরই মত। আমাদের মেনে নেওয়া দরকার যে, মহত্বহীন, ভদ্রতাহীন জাতীয়তা একটা অভিজাতবংশের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। তাই যদি হয়, তা”হ’লে এই সব গুণাবলীর অভাব কি একটা জাতির সমূহ ক্ষতি এবং দুঃখ-দুৰ্দশার কারণ হ’বে না ? 酸 আমরা সেই সব স্বজাতিপ্ৰেমিক জাতিদের দিকে যদি লক্ষ্য করি, যাদের রাজ্য দূর-দূরান্তর পর্য্যন্ত বিস্তৃত, যারা বিভিন্ন ‘জাতির ও বিভিন্ন সমাজের উপর আধিপত্য করছে, তা’হ’লে দেখতে পাব যে, সেই সব জাতির প্রায় প্ৰত্যেক ব্যক্তির মধ্যে ভদ্রতা এবং প্রশংসনীয় আচারব্যবহার সম্যক ভাবে বৰ্ত্তমান আছে। দয়া, দক্ষিণ্য এবং সহনশীলতা হ’চ্ছে তাদের স্বভাবধৰ্ম্ম । অসহায় এবং উৎপীড়িতের দুঃখ তারা কাণ দিয়ে শুনেন । আতিথেয়তা তাদের নিত্যকার ব্রত । তারা শ্ৰমকাতির নন। সাধনায় তারা মোটেই বিমুখ নন। অন্যের নীচ আচরণ তঁরা ধৈৰ্য্যের সঙ্গে সহ করেন। প্ৰতিশ্রুতিপালনে তঁরা একনিষ্ঠ । আত্মসম্মান রক্ষার জন্য তঁরা অকাতরে ত্যাগাস্বীকার এবং অর্থব্যয় করেন । ধৰ্ম্মগুরুদের তঁরা যথেষ্ট সম্মান করেন । ধৰ্ম্মের পথ থেকে তঁরা বিচলিত হ’ন না । ধাৰ্ম্মিকদের তঁরা ‘ভক্তি করেন এবং তঁদের প্রতি সম্মান প্ৰদৰ্শন করেন । তঁদের উপদেশ তারা শ্ৰদ্ধার সঙ্গে শুনেন । তাদের