পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-মুসলমান এদেশে প্রধানতঃ দুই সম্প্রদায়ের বাস-হিন্দু এবং মুসলমান । এ কথা একান্তভাবে সুনিশ্চিত যে, বাংলার সুদিন ততদিন আসবে না, যতদিন এই দুই সম্প্রদূায় পরস্পরকে ভালবাসতে না শিখবে, আর উভয় সম্প্রদায়ের লোক নিজেদের প্রথমতঃ বাঙালী- আর তারপর হিন্দু কিম্বা মুসলমান হিসাবে ভাবতে না শিখবে। এই মঙ্গলপ্রসু মানসিকতার স্বষ্টি কি ক’রে করা যেতে পারে, সেই হ’চ্ছে বাঙালীর সব চেয়ে বড় সমস্যা। এ সমস্যার আলোচনায় তিনটি প্রশ্ন এসে দেখা দেয় ; আর তাদের উত্তরের উপর সমস্যার সমাধান নির্ভর করে । প্রশ্নগুলি হ’চ্ছে- (১) দুই সম্প্রদায়ের বাৰ্ত্তমান বিরোধের কারণ কি, (২) কি উপায় দুই সম্প্রদায়ের মধ্যে নিবিড় একত্ববােধের স্বষ্টি করা যেতে পারে? বিরোধের কারণ কি, সেই প্রশ্নেরই প্ৰথমতঃ আলোচনা করা যাক । মানুষ কেন ব্যক্তিবিশেষকে ভালবাসে আর ব্যক্তিবিশেষের প্রতি বিদ্বেষের ভাব পোষণ করে ? কেন সে সমাজবিশেষকে ভালবাসে আর সমাজবিশেষের প্রতি বিদ্বেষের ভাব পোষণ করে ? একটু