分> ভবিষ্যতের বাঙালী (ফরাসী বিপ্লব থেকে আরম্ভ ক’রে আমাদের যুগের তুর্কী-বিপ্লব পৰ্য্যন্ত সেই একই সত্যের পুনরাভিনয় হয়েছে। যারা বঙ্গদেশে জাতীয়তাবাদকে প্ৰতিষ্ঠিত করতে চান, যারা ভাবী নব্য বাংলার রূপকার, এক কথায়। যারা দেশে নূতন কিছু করতে চান, তাদেরই যাজক সম্প্রদায়ের প্রচণ্ড বিরোধিতার জন্য প্ৰস্তুত হ’তে হবে । এই সম্প্রদায়ের সহযোগিতা কখনও তেঁরা আশা করতে পারেন না । পুরোহিতেরা মানুষের অজ্ঞতাকে অবলম্বন ক’রে চিরকাল স্বাৰ্থসিদ্ধির চেষ্টা ক’রে এসেছেন। অজ্ঞ। অসহায় নরনারীর উপরই তঁদের প্রভাব সব চেয়ে বেশী । বলা বাহুল্য, অধিকাংশ ক্ষেত্রে এ প্ৰভাবের তারা অপব্যবহারই করেছেন। তঁদের প্রভাবকে সংযত কবৃন্তে হ’লে, আধুনিক বৈজ্ঞানিক শিক্ষা যাতে সাধারণের মধ্যে সম্যক বিস্তার হয়, তার জন্য আমাদের সচেষ্ট হ’তে হ’বে । কেবল বিদ্যালয়ের উপর নির্ভর করলে চলবে না । সাময়িক এবং সাধারণ সাহিত্যের সাহায্যে সে শিক্ষাকে জনসাধারণের মধ্যে পৌছে দিতে হ’বে । বক্তৃতার সাহায্যে সিনেমা, থিয়েটার, রেডিও প্রভৃতির সাহায্যে সে শিক্ষাকে প্রচার করতে হ’বে । আর সেই শিক্ষার সাহায্যে সাধারণের মধ্যে পরমতসহিষ্ণুতা, পরাধৰ্ম্মের প্রতি, ভিন্ন সংস্কৃতির প্রতি শ্ৰদ্ধা এবং ভক্তির সৃষ্টি করতে হ’বে । সেই শিক্ষার সাহায্যে তাদের মধ্যে দেশপ্ৰেম জাগিয়ে তুলতে হ’বে। আর সেই শিক্ষার সাহায্যে তাদের মধ্যে আৰ্ত্ত মানবের প্রতি প্রীতি এবং সমবেদনার ভাবকে সঞ্চারিত করতে হবে।) * ইংরেজ রাজত্বের সুচনার যুগেই আধুনিক বাংলা সাহিত্য জন্ম লাভ করে। ইংরেজের প্রভাব তখন “ বাঙালীর জীবনে এবং মানসক্ষেত্রে অপ্ৰতিহত । বিশেষভাবে প্ৰগতিশীল বাঙালী হিন্দু ইংরেজী সভ্যতাকে 8
পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৫২
অবয়ব