পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবিষ্যতের বাঙালী R জীবনে সংক্রামিত হ’চ্ছে, বিদেশীর পশ্চামুখিতা বাঙালীর জীবনে ংক্রামিত হ’চ্ছে, বিদেশীর সাম্প্রদায়িকতা বাঙালীর জীবনে সংক্রামিত হ’চ্ছে, আর বিদেশীর অতীতমুখী মানসিকতা বাঙালীর জীবনে সংক্রামিত হ’চ্ছে । বিদেশীর কুটিল প্ৰভাবে বাঙালী তার জাতীয় স্বার্থের কথা ভুলে যাচ্ছে, বিদেশীর প্রভাবে বাঙালী তার অতীতের কথা ভুলে যাচ্ছে, তার ভবিষ্যতের কথা ভুলে যাচ্ছে। বিদেশীর প্রভাবে বাঙালী তার আদর্শের কথা, তার কৰ্ত্তব্যের (mission) কথা ভুলে যাচ্ছে। হিন্দুমুসলমান নিব্বিশেষে এখন বাঙালীর প্রকৃত কাজ হ’চ্ছে, প্রকৃত কৰ্ত্তব্য হচ্ছে, বাঙালীত্বের জীবনদায়ী আদর্শকে সম্মুখে রেখে নিজদেশে আত্মপ্রতিষ্ঠ হওয়া; বিদেশীর বিষাক্ত প্রভাব থেকে মাতৃভূমিকে মুক্ত করা। আমার বিশ্বাস, এই হ’চ্ছে বৰ্ত্তমান যুগের বাঙালীর সব চেয়ে জীবন্ত अर्ल, ७शे আদর্শের সাধনাই তাকে মঙ্গলের পথে, সার্থকতার পথে নিয়ে যাবে ; এই আদশের কল্যাণ-স্পর্শ ই সাম্প্রদায়িকতার বিষ থেকে তার সৃমাজদেহকে মুক্ত করবে ; এ আদর্শের সঞ্জীবনী সুধাই তাকে পূর্ণতর জীবনের সন্ধান দেবে। সব ছেড়ে এই আদর্শের সাধনাতে আত্মনিয়োগ করাই হ’ল ভবিষ্য-শ্ৰষ্টা বাঙালীর জীবন-সাধনার প্রকৃষ্টতম পথ । হিন্দু-মুসলমানের মিলন হিন্দু-মুসলমানের মিলন-সমস্যা যেমনি জটিল, তেমনি গুরুত্বপূর্ণ। ভারতের তথা বঙ্গদেশের ভবিষ্যৎ এই সমস্যার উচিত সমাধানের উপর একান্তভাবে নির্ভর করে। অথচ আমাদের তথাকথিত নেতারা এ সমস্যার গুরুত্ব সম্যকভাবে উপলব্ধি করেন না, আর এ সমস্যা সমাধানের উপায় যে কি, সে বিষয়েও কোন ফলপ্ৰসু নির্দেশ দেন নি। সুতরাং ਜਿਵਿਚ জনসাধারণকেই এ সমস্যার সমাধানে অগ্রসর হ’তে হ’বে ।