বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WS ভবিষ্যতের বাঙালী child-births and sicknesses and glowing sunshine and rainy nights and festive days and wine-shop-fracas." চীনেরা পৃথিবীর জীবনকে এতটা গুরুত্ব দেয় বলেই, পারলৌকিক সমস্যা, ধৰ্ম্মের কুটতর্ক তাদের মনকে একান্তভাবে বিকৃত না করার জন্যই আজ তাদের জীবনে জাতীয়তার আদর্শের এমন সুদৃঢ় প্রতিষ্ঠা সম্ভবপর হয়েছে। রাষ্ট্রনেতা চিয়াং কাই-শেখ ও র্তার সহধৰ্ম্মিণী হচ্ছেন। মেথডিষ্ট খৃষ্টান । সুঙ্গ-বংশের লোকেরা হচ্ছেন। খৃষ্টান। অথচ বৰ্ত্তমান জাতীয় সংগ্রামে। তঁরাই অথুষ্টান দেশবাসীদের পরিচালিত করছেন। ধৰ্ম্ম নিয়ে তঁদের বিরুদ্ধে কেউ কোন কথা তুলে না। আজকার ভারতবর্ষে এরূপ। কখনও সম্ভবপর হ’ত না । চীনাদের কাছ থেকে ' আমাদের অনেক কিছু শেখাবার আছে। পরকে শেখাবার জন্য আমরা একান্ত ব্যগ্র, পরের কাছ থেকে শেখাবার ব্যগ্ৰতাও কি একটু একটু আমাদের অনুভব করা উচিত নয় ? আমি পরলোকের চিন্তা বৰ্জন করতে বলছি না, ধৰ্ম্মকেও বর্জন করতে বলছি না । ব্যক্তিগতভাবে আমি পরলোকে এবং ধৰ্ম্মে একান্তভাবে বিশ্বাস ক’রে থাকি, তবে পরলোকের নামে এবং ধৰ্ম্মের নামে যে শ্মশান-মানসিকতা চ’লে আসছে তাকেই আমি বৰ্জন করতে বলছি । বিকারগ্রস্ত শ্মশান-মানসিকতাকে যদি বর্জন করতে পারি, এই বস্তুতন্ত্র পৃথিবীর ভাল-মন্দ, সুখ-দুঃখ প্ৰভৃতিকে যদি সমপ্ৰজ্ঞান নিয়ে বরণ করতে পারি, আর বাস্তব জীবনকে যে গুরুত্ব দেওয়া উচিত সে গুরুত্ব যদি দিতে পারি, এবং আমাদের সাহিত্যিক ও শিল্পীরা, রাষ্ট্র ও সমাজনেতারা যদি সেই পরিশুদ্ধ মানসিকতার ভিত্তিতে জীবনসাধনায় অগ্রসর হন, তা হ’লে জাতীয়তার আদর্শ এদেশে সহজেই সুপ্রতিষ্ঠিত হ’বে এবং হিন্দু-মুসলমানের মিলন আপনা থেকেই হ’য়ে যাবে। এই মিলনের