বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩ ভবিষ্যতের বাঙালী “কত কথা যে হয়েছিল, সে সব এখানে প্রাসঙ্গিক হ’বে না । তার দরকারও নাই। তবে কেন যে র্তার চোখে মুখে অমন অন্যমনস্কতার ভাব ছিল, তাই নিয়ে তিনি যে গল্প বললেন, তাই এখন শুনাচ্ছি।” ब्रांजलि दलालम : কিছুদিন পূর্বে মীড (Schmid) নামক এক ডাচ বন্ধুতে আর আমাতে মিলে উগাণ্ডার জঙ্গলে গিয়েছিলুম, কতকটা ভাগ্যপরীক্ষার জন্য। সারা দিন ঘুরে ঘুরে একবার ভয়ানক ক্লান্ত হয়ে পড়লুম। গভীর জঙ্গল। জনমানবের চিহ্ন কোথাও নাই। আগুন জালিয়ে একটা গাছের তলায় আমরা আন্তানী বঁধলুম রাতটি কাটাবার জন্য। রাইফেল দুটী পাশে রেখে আমরা একটু আরাম নেবার চেষ্টা করলুম। বলা বাহুল্য, অল্প সময়ের মধ্যেই আমরা গভীর নিদ্রায় অভিভূত হলুম। BBDB BDB BDDBD DD DBDYiDiBB DBDSDOLBD BDBBBDS DBDBDBDBDLDS ভয়ঙ্কর-মুক্তি কাফ্রি নরনারীর দল আমাদের ঘিরে হট্টিগোল করছিল। দেখলুম, আমাদের রাইফেল দু'টি এবং আসবাব-পত্ৰ ইতিমধ্যে তার হস্তগত করেছে। তারা যে আমাদের কি বলছিল, কিছুই বুঝতে পারলুম না। আমাদের কথাও তারা বুঝলে न । वे छठ ক’রে শেষে "আমাদের দিকে তারা অগ্রসর হ’ল । তাদের বাধা দেবার কোন উপায়। আমাদের ছিল না। আপাততঃ আত্মসমৰ্পণই যুক্তিসঙ্গত বলে আমরা স্থির করলুম। 可巴臀叫巴博四忙硬,屯ö零叫*3四忆豆1 কাফ্রিরা আমাদের খোলা মাঠে নিয়ে গেল। মাঠের মাঝখানটা বৃত্তাকারে কাঠের বেড়া দিয়ে ঘেরা। প্রবেশের দ্বারটি অদ্ভুত রকমের একটা তালা দিয়ে তারা বন্ধ করে। দিলে আর আমাদের প্রহরী নিযুক্ত করলে এক কাফ্রি তরুণীকে । সে প্রত্যহ দু'বেলা BDDYS DDD DBDYi DBDB BDBBBB DBK BDSDBE BD DLLS আমাদের পানের জন্য সে এক রকম দেশী মদ দিয়ে যেত, তাতে গুড়ের মত এক রকম মিষ্ট - জিনিষ মেশান থাকত। খেতে বেশ সুস্বাদ, তবে একটু বেশী খেলেই ভয়ানক ঘুম আসত, আর সমস্ত দেহটা যেন অসাড় হয়ে যেত। বন্ধু স্পীড তৃপ্তির সঙ্গে আকণ্ঠ সেই দেশী মদ পান করতেন, আর সারা দিন তন্ত্রামগ্ন থাকতেন। তঁর ব্যবহার মোটেই আমার ভাল লাগত না । আমরা কাফ্রিদের হাতে,