বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SC ভবিষ্যতের বাঙালী অপরূপ সৌন্দৰ্য্যের একটুখানি আভা প্ৰতিমার দেহে পড়েছে বলেই তো পৌত্তলিক তার সামনে প্ৰণত হয়। এই সত্যটীকে মহাকবি ওমর খৈয়াম অতি সুন্দরভাবে প্ৰকাশ করেছেন : DgDBDDBSBB BDBD BB BBDBD DBSDSDBD S BDBD BDD DBDDBDS সামনে প্ৰণত হ’চ্ছ তাকি তোমার জানা আছে ? তঁর সৌন্দর্ঘ্যের প্রতিবিম্ব আমার উপর এসে পড়েছে ! তাইতে তুমি আমার প্রেমিক ! তাইতে তুমি আমার ভক্ত। অক্ষরবাদী আচারপন্থীদের মধ্যে শাস্ত্রের প্রত্যেক বিধানের, শাস্ত্রের প্রত্যেকটা উক্তির চুলচেরা ব্যাখ্যা নিয়ে অনবরত কলহ-কোেন্দাল চলেছে। সে কলহের শেষ নাই, সে কোন্দলের মীমাংসা নাই। ফলে, জীবনে এসে দেখা দেয় মারামারি, কাটাকাটি আর খুনোখুনি। প্রেমের নামে হিংসার তাণ্ডবলীলা, প্রেমস্বরূপের জন্য ষোড়শোপচারে বিদ্বেষের পূজা ; জ্ঞানী সুফির কাছে। এ কলহের কোন সার্থকতা নাই । মহাকবি হাফুেজ সুফির আদর্শ অতি সুন্দরভাবে ব্যক্ত করেছেন : বাহাত্তরটী ধৰ্ম্মসম্প্রদায়ের এই যে কলহ-তার জন্য তাদের ক্ষমা কর! সত্য, দেখতে পায়নি বলেই অলীকের পেছনে তারা গিয়েছে । প্ৰকৃত সুফির কাছে হিন্দু, মুসলমান, পাশি, খৃষ্টান সবই সমান। সকলকে ভালবাসতে হবে, সবের দুঃখ দূর করতে হ’বে, সবের ধৰ্ম্মের সম্মান করতে হ’বে, এই হ’ল সুফির মহান আদর্শ। হাফেজের কথায় : হে হাফেজ। তুমি যদি সত্য-স্বরূপের সঙ্গে মিলন কামনা কর, সকলের সঙ্গে তা হ'লে প্রেমের সম্বন্ধ স্থাপন কর। মুসলমানের সঙ্গে আল্লা-আল্লা বল, আর ব্রাহ্মণের সঙ্গে > द व्रता ब्रभ ! এই উদার মনোভাবের বহু নিদর্শন আমাদের এই বাংলা দেশেই বৰ্ত্তমান আছে। এখানে আমার প্রত্যক্ষ এক অভিজ্ঞতার কথা বলছি। হুগলী জেলার অন্তর্গত পাণ্ডুয়া নামক এক গ্রাম আছে। একদা বাদশাহী