পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

న8 ভানুমতী চিত্তবিলাস হাসি হাসি রতি, তুলে নিয়া সতী শরীসন নিজ করে । ভুরু যুগে ধনু জ্বালিয়া কৃশানু শর রাখে চক্ষুপরে ॥ " পদ্মরাগ মণি, হইয়া দুখনি অধরোঠে মিলিয়ছে । বক্য সুধা ভরে, তান্তর বিদরে বিচ্ছেদে ভঙ্গিয়ে পছে! এই পয়োধর, যেন পয়েধির স্নিগ্ধ করে জগ জনে । কৰ্ভু বিয ধর, করয়ে জঙ্গর মন্মথ তাপিত গণে । সুমেরুর তল, নিতম্ব যুগল আচল বিকল দেখি । মাথা কৈল মুড়া, লয়ে দুই চূড়৷ ভানু বক্ষে দিল রাখি। করি কর উরু, ক্ষীণ মীরা সরু হৃদয়ে মেরুর ভীর । কেশরী ভাবিছে কেননা ভাঙ্গিছে কেশীঘীতে কটি তার ॥ সেবর্তী বরণ, জিনিয়া বরণ সেবতী অঙ্গের বাস। সেবতীর যুণি, শ্বাসে বিদ্যমান সেবতী মুখের হাস৷ সহস্র অনন, সহস্র নয়ন এক ঠাই যদি হয় । স্বল্প মাত্র যারে, বর্ণিবীরে পারে এক মুখ কত কয় । চিত্র বাক্য দেখি, রাখিল কি লেখি ভtহমতী নিজ পাশে ।