পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

;aᎭ সুশীল, সুলেfচন; ভানুমতী চিত্তবিলাস যুক্তি কৈল রাজ-রাণী রাজার সহিত। এই বরে দিবে তোরে কহিমু নিশ্চিত । চিত্তবরে যখন বরিবে রাজ বালা । সুশীল। তখন দিবে চিত্ৰবরে মাল৷ রাণীর সোহাগী তুমি ভামু সহচরী। ভাল বাসে ভানুমতী রাজার কুমারী!! দুই জনে চিকণ হইবি একেবারে। পতি আলিঙ্গন সুখে ভুলিবি আমারে। চাহিলে না চাবি কহিলেও না কহিবি। “ ফিরে যদি দেখা হয় ফিরে না সাহিবি “ . বয়স হয়েছে তবু নাহি ছড়ি ঠাট । গলিত যৌবনে কেন মিছে এত নাট ৷ করিলা রহস্য বহু প্রথম বয়সে । পতিরে মোহিলী ধনি নানা রঙ্গ রসে । এই যদি সত্য কথা তুমি সত্য কর। সীমার মাথার দিব্য বঞ্চন না কর । হের দেখ নিকুঞ্জে আসিছে চিত্রবর। কুঞ্জরীর তরে যেন ভুমিছে কুঞ্জর। সরোজে শোভিছে দেখ সরোবর জল । হেরিয়া করির মন হইবে বিকল ৷ বিবস্ত্র হইয়া দোহে ধরি উতগলে । রবির জ্বালায় জ্বলি পড়ি গিয়া জলে । রাজীবের রাজী মাঝে চল অঙ্গ ঢাকি । পদ্মবনে না চিনিবে কেব|পদ্ম আখি ॥ আমি কুমুদিনী হব তুমি সরোজিনী। করি বরে তোরে দেখাইব বিনোদিনী। করি করে যখন দলিবে পদ্ম দল। হেরিবে তোমার মুখ প্রফুল্ল কমল। , করেতে বান্ধিবে তোর ক্ষীণ তনু ধনি । ,