পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:e 8 ভানুমতী চিত্তবিলাস পালিতু তোমারে, ভাবিয়া মোর ॥ জামাত সহিত, এলে যেই মিত, বুঝিং বিহিত, রাখিন্থ তীরে। অশ্বিনী কুমার, যেন রূপ তীর, মনেতে তোমার, লাগিবে যারে ৷ চিত্ৰসেন নাম, বহু গুণধাম, বড়র সন্তান, কুলীন বটে । রাজার মনন, হইল যখন, বিবাহ তখন, বুঝি বা ঘটে । যদি মনে ধরে, দিব সেই বরে, বলি শুন তোরে, মক্সির বলে । বন্ধি কেশ পশি, করহ বিন্যাস, পরিয়া সুবাস, দি বেলে মলি । পয়ার । স্কুলেচন লজ্জায় মুদয় আঁখি সুশীল। সুন্দরী । আমীরে কহিল যtহ। নিবেদন করি । বিধির বরেতে বর দেখিতে সুন্দর । তোমার ইচ্ছ{য় যদি সেই হয় বর { হইবে অন্তরে তুষ্ট মন্ত্রির নন্দনী । এই শুনিলাম কথা শুন ঠাকুরাণি । অ}প7ম দিয়াছ অ' স্থা লেশ করি বারে । বেশ ভুষ কর দেখাইব সুশীলারে । নিন্দিয়া কাঞ্চন কান্তি খাহীর বরণ অভরণে কিবা হয় তাহীর শোভন । স্বর্ণেরে শোভয়ে যার লাবণ্য সুন্দর। স্বৰ্ণেতে তাহার কোথা হয় শোভাকর। অমল কমল চক্ষু মুখ সুধাকর। ভম্বরে চকোরে দ্বন্দ করে পরম্পর ॥