পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

z;ñ* নাটক । So? অলি বলে কমল চকোর বলে চাদ। এই হেতু দুই জনে লাগিল বিবাদ। পদ্মিনীর সখী যদি পদ্ম বলি যায়। চকোর করতে স্বন্দু পিছে পিছে ধায়। রবি শশি মধ্যে থাকি কলহ ভাঙ্গিল। দিবা নিশি দুই জনে বিভাগ করল। চকোর লইল রাতি আলি নিল দিব । নিশিতে ঢকোর চাঁদে শোভা দেখ কিবা ॥ দিবাকর করে যবে কমল ফুটিল। সময় পাইয়। তবে ভ্রমর, ছুটিল | দুই জনে সুশীলারে করে টানাটনি। লঙ্চ খায়ে এই কহি শুন ঠাকুরাণ। রাণীর ঈষঙ্গাম্য ও মুশীলার ছেট সাৰ। রহস্য উচিত নহে ভগিনীর সনে । আমি যাই কহ কথা য{হ লয় মনে ; হের দেখ হৈল বুঝি লগ্নের সময়। তাসুরে সুসজ্জ কর বিলম্ব না হয় | সুশীল করুক বেশ সৈরিন্ধীর কাছে। "রায় করহ কাৰ্য্য লগ্ন যায় পাছে। রাণী চন্দ্রাবলী ও ভানুমতী ও সুশীলার প্রস্থান । চতুষ্পদী। স্কুলেচন, রাজার অবলা, আনন্দে বিহ্বল, অল্প কথন । সুশীল উত্তলা, পতির আশে। সঞ্জিকার ন্যায়, ক্ষণে ক্ষণে চায়, কত ক্ষণে যায়, মিহির বাসে | প্রেমের পদ্ধতি, প্রেমিকের গতি, প্রমদার মতি, ভালতে আগে। পুরুষের মন, স্থির নহে ক্ষণ,