পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * \, ভানুমতী চিত্তবিলাস অলির যেমন, মন না লাগে ॥ সোণীর যৌবন, করি সমপৰ্ণ, পুরুষের মন, না পায়। প্রাণ দিয়া ডালি, দেহ করে কালী, স্মর দহ জ্বালি, পড়য়ে তায় ৷ মরে যদি পতি, সঙ্গে যায় সতী, তার দেখ গতি, ভাবিয়া মনে । জীবনে যে নরে, রস রঙ্গ ভরে, থাকে স্থানান্তরে, বিনা সে ধনে | রমণী রতন, না করে যতন, মনের মতন, ন হয় যাবে। অবলা'র মন, ভাবে তালুক্ষণ, সে বিন জীবন, কেমনে রবে ॥ মন না বুঝিছে, কামিনী ঘুরিছে, কেনবা ঝুরছে, কাহার লাগি । বিষাদে ভাবিছে, কি সধে বীচিছে, বিচ্ছেদে দহিছে, তাহার লাগি । মদনের প্রায়, যদি পতি পায়, বঁাচে নারী তীয়, পতির সুখে । দেখ তীর মতি, রতি যার গতি, পতি সুখে রতি, ন জানে দুখে কেবা দেয় নাড়, সেই র্যাটি ছাড়, ক্ষণ নহে ছাড়া, কাম কামিনী । ধন্য বিনোদিনী সেই সে কামিনী, পতি সোহাগিনী, যেই তামিনী ৷ পতি ভাবে রতি, রতি ভাবে পতি, পরিতি এমতি, আর না হবে। পুড়িল মদন না হেরি বদন, রতির রোদন, কে ভুলি রবে। , কেতকীর বন প্রফুল্ল যেমূৰ,