পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سنه وج ভানুমতী চিত্তবিলাস ८मन! छड़े अरकोशिकी। - সমরে তৎপর, সকলে সেসর, যেন সেন নারায়ণী ॥ . পণ্ডিত মণ্ডল, কয়িছে প্রজ্জল, রাজার উজ্জ্বল প্রভা । কাব্যের রচনা, শাস্ত্র আলোচনী, শাস্ত্র কথা মনোলোভা । কবির সমাজ, করিছে বিরাক্ত, কবিরাজ কত জন । কাব্য রসাভাষে, রাজারে সম্ভীষে, কবিগণ অমৃক্ষণ ॥ বৈদ্য গুণাকর, বিদ্যtয় তংপর, চিকিৎসায় দেয় প্রাণ। রাজা দয়াবান, সকলে সমান, গুণ মতে করে মান । এক পাট রাণী, সিংহ স্থত মানি, ভবের ভবানী প্রণয়। কন্যা তাহমতী, ভাস্থর মুরতি, লক্ষ্মীর প্রকৃতি তায় ॥ সেই কন্যা দান, ভূপতি প্রধান, করিবেন শুভক্ষণে । চিত্তবরনাম, ৰিচিত্র ধীধাম, অমুপম গুণ গণে ॥ সভার সাজন, সেই সে কারণ, প্রয়োজন শুন সৰে। যৰে শুভক্ষণ, হইবে বরণ, মাল্য দান হবে তবে {