পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী চিত্তবিলাস তৃতীয় গঠিল যেই,সীসকে রচিত। উজ্জল শ্যামল বর্ণ অতি সুশোভিত। একের যধ্যেতে রাখি, ভানুমতী ছবি। কিরণে বিবৰ্ণ যার, হইতেছে রবি ৷ চিত্রকাৰ্য প্রত্যেকে রীথিল, এক লেখি । করতে পরীক্ষা গুণ,এই মাত্র দেখি। যুক্তি দিল মন্ত্রিবর, নিয়ম করতে । সেইত সম্পূট যেই,পরিবে খুলিতে। ভানুমতী চিত্র অনুরূপ আছে যায়। ভানুমতী কন্যা মম, বরিবেক তায় | সম্পূট করিবে যুক্ত, মাত্র একবার। বিধির নিবন্ধ ভাগ্যে, যা থাকে তাহার। যেই রাজপুত্র তাহ, নিষ্ফল করবে। এক ক্ষণ মম রাজ্যে, আর না রহিবে। না করিবে কভু আর, কন্যা অন্বেষণ। ব্যক্ত না করিবে এই, নিগুঢ় বচন। এই দিব্য জগ্রে করি, দেবীর গোচরে । গ্রবিষ্ট হইবে পরে, খ্রিসঙ্গুট ঘরে। রাজ বংশ্য বিন কেহ, নরিবে খুলিতে। এই ত প্রতিজ্ঞ মম, মন্ত্রির যুক্তিতে। এই মতে ধেই হবে, ভানুমতী পতি। সেই জন হবে মম, রাজ্য অধিপতি ॥ অপুত্রক রাজা আমি, লোকেতে বিদিত। জামান্ত হইবে পুত্র, সেই সে উচিত। রাজ্যে রাজ্যে ঘোষণা দিয়াছে মন্ত্রিবর। অসিতেছে বহু রাজপুত্র রাজ্যধর। র্কে জানে কে লভিবেক, ভানুমতী নিধি। রাণীকে কহিগে শেষ যা করেন ৰিধি ॥ t अमखद्र ड्रांब्र धवंशांन कब्रिट्नन !