পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

माप्लेक। তৃতীয় অঙ্গ। ब्रजपूमि उम्झग्निर्मी द्रांजरांशैद्र अड़iभूत् । ৪ লুমতী ও সুলেচন এবং সুশীলার প্রবেশ ! লঘূপিী। মু’ল ;চন , রাজার বচন, শুনিতু এখন, বিবাহের যেই হবে। লহে স্বয়ম্বর, কেবা হবে বর, ভানুমতী কার তবে । আমি এই জানি, শুনিয়াছি বাণী, তব ছবি যেই পাবে। সেই তব বর, তোমার ঈশ্বর, অীর যত চলি যাবে। মনে ধরে কর, সেই হবে বর, কোম্বরে পাবে তারে। চিনিতে নারিবে, পণেতে হারিযে, আর না দেখিবে বারে ॥ হৈ ত স্বয়ম্বর, চিনে লতে বর, বিধি তাতে হৈল বাম। কেবা করে অন্য নাম । পয়র। ভানুমতী, যদি নাহি পুরে ইর্থে মনের কামনা। বিবাহে কি ফল তবে বল সুলোচনা। যারে মনে বরিয়াছি সেই মম বর। অন্য বয়ে ন বরিব যা করে ঈশ্বর ! স্বশীল ন্যাক হও ঠাকুরাশি এই বড় দুখ। পিতার প্রতিজ্ঞ তবে কে করে বিমুখ ।