পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाप्लेक । >Nó" পয়ার । ভানু, বুঝিয় দিয়াছে মাত শশি তাঁর নাম। কিরণে করিছে নাশ তিমিরের ধাম। হেরিয়া শশির রূপ মদন বাখানে। চিত্ত হার করে পাছে তাই অহ্মনেশ চিত্তেতে রাখিব চিত্ত চিত্তে এই হয়। " হেরিলে হীরাব চিত্ত চিত্তে এই ভয়৷ বুদ্ধের সাগরী নারী ভাবে বোধ করি। জাময়ে অনেক বিদ্যা কহে সহচরী। কিশোরী সুন্দরী শশি স্বর্গের অপসরী। হরিল নারীর মম বিধুমুখ ধরি। সুজনী যদ্যপি হয় সজনী হইবে। সখীগণ সঙ্গে সুখে শশিমুর্থী রবে । চিন্তু বিলাস ও চিত্ৰসেন ও শশিমুখী ও স্কুলেচন ও সুশীলার পুনঃ প্রবেশ। চিত্ত, সখীর মিলনে সখি আজি সবে সুখী। বহুমুখ নাহি মহে এই ভাবি দুখী। তাই ভাবি সখি পাছে হই বা অসুখী। সুখের অন্তেতে দুঃখ শুন বিধুমুখি। সুশীল মুখ দুঃখ মনে মধ্যে এই কথা মান। দুঃখের বিরহে মুখ এই মনে জান। ফলিতাৰ্থ সুখ নাহি সংসার ভিতরে। সেই সুখী দুঃখ যার নাহিক অন্তরে। মুলালের প্রবেশ। দুলাল, মহারাজ, নিবেদন, চারু দত্ত মহাশয়ের লিপি সহকরে আপনকার অন্তরঙ্গ ও অমুগত সহদেব মহাभग्न ५ब्रड्राफ्नै श्रउ dहे भाऊ उं★नैौउ श्रजन । মহারাজের দর্শনাভিলাষে বহিৰ্দ্ধারে অবস্থান করিতেছেন। যদি জাঞ্জা হয় তবে সমীপে আসিতে পারেন। . . . t