পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুলাল, मूळांल. नाफेक। X8:S ঠাকুর, আপনকার সহিত আমি উত্তর প্রত্যুত্তর করিতে পারি না। কিন্তু এই কথার আমাকে উত্তর দিলেই উত্তর কালে আর কোন উৎপাত থাকেন। ভাড়ের কি বাক্চাতুরী জানে, এই দুলাল বাক্যের ভাণ্ডার, অতএব ইহার সহিত আমার সেসর হওয়া দুঃসাধ্য দুলাল তুমি যাও, আমি পরাজয় মানিলাম। ঠাকুর এই কথা পুৰ্ব্বে কহিলেই राका बाग्न इंद्देउ না, আমি চলিলাম। - দুলালের প্রস্থান। পয়ার । কেমন রাজার কন্যা কহ বিধুমুখি। ভাতু সহবাসে তুমি দুঃখী কিবা সুখী। সুশীল কেমন বটে সুলোচন ধনী। উভয় মধ্যেতে কেবা রসিক রমণী ॥ বিদ্যায় পারগ কেব| বুদ্ধে গরিয়সী। কারে ভাল বাসে ভানু চিত্তের প্রেয়সী। তোমার মনের কথা কহু শশিমুখ। শুনিয়া অন্তরে প্রিয়া আমি হব সুখী | অপুৰ্ব্ব রূপসী বটে চিত্ত বিলাসিনী। রমণী মোহিনী ধনী অনঙ্গ মোহিনী। বুদ্ধের সাগর মারী বাক্যে বোধ করি। কি কব বিদ্যার কথা নহি বিদ্যাধরী। বাক্যের কৌশল উার বাক্যে কিবা কৰ। উীর বাণী শুনি বাণী মানয়ে গৌরব যাহার রমণী ধনী ধন্য সেই জন। gাসী হয়ে সেবি তারে এই হয় মন ॥ বুদ্ধিমতী কুলেচন মুশীল মুন্দরী।