পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t' লক্ষ, ভানুমতী চিত্তবিলাস প্রীতি যাত্র, অতএব তুমি আমার বচন ধরিয়া বহু ক্ষতি গ্রস্ত এই রাজ বণিকের অপচয়ের প্রতিদৃষ্টি করতঃ তৎকৃত ঋণের অৰ্দ্ধেক তাহাকে ক্ষমাকর নচেৎ পরমোপকারী এই রাজ বণিক এক কালীন অবসন্ন হইবেক। আর অনপেক্ষিত রূপে বহু ক্ষতি গ্রস্ত হইয়া বণিকবর এমত দুৰ্দ্দশাপন্ন হইয়াছে তাহার দুঃখ শুনিয়া স্বভাবতঃ দয়াধৰ্ম্মে-বিরত ও প্রতি দিন প্রাণী-বধাসক্ত ব্যাধের এবং নর-রক্তপায়ী পিশাচেরাও সজল লোচনে দয়ার্দ্র হয়, অতএব আমরা ভরসা করি যে তুমিও তাহার দুঃখে আর্দ্র হইয়৷ ইহার যে সদুত্তর তাহা আমাকে দিবা । হে ধৰ্ম্মাবতীর, আমি যাহা মনে করিয়াছি তাহ অবশ্য করিল, আমি গুরুর দিব্য করিয়াছি, যে ঋণ পত্রের লিখিত দণ্ডীচরণ অর্থাৎ নিৰ্দ্ধারিত পরিমাণে অধমণের গাত্র দণ্ড করিব, যদি বিচারধিপতি, আপনি তাহার অস্থজ্ঞা না করেন তবে আপনকার বিচারে ধংস পড়ুক ও আপনকার রাজ্য অরাজক ও খাণ্ডব বনের नाग्नि गझै ७ उँछिन्न হউক, যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি দশ সহস্ৰ যুদ্রার পরিবর্তে অৰ্দ্ধমের অপকৃষ্ট নরমাংস কিমর্থে লইতে স্বীকার করিতেছি, তাহাতে আমার এই উত্তর যে সে আমার স্বেচ্ছ, আমার অর্থ আমি জলে ফেলিয়া দিব তদৰ্থে কাহার কথা আছে। আপনি বিবেচক অঙএৰ বিবেচনা করিয়া দেখুন যে আপনকার উক্তির উত্তর হইয়াছে কি না, চারু দত্ত বণিক আমার পরম শত্রু তাহার প্রতি আমার প্রাচীন দ্বেষ আছে একারণ সঞ্চিতীর্থ নষ্ট করিয়া ও প্রাপ্যার্থ অস্বীকার করিয়৷ এই