পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাটক। গুজরাট দেশে ভাট যাবে শীঘু গতি৷ নিজ হস্তে চিত্র কাব্য করিয়া লিখন । গঙ্গার হস্তেতে তাহ করহ অপৰ্ণ । রুক্মিণী সাধিল কাৰ্য সুদাম সন্ধানে। সেই মত সাধ কার্য নায়ক প্রয়াণে । ভানুহ কহ সখি সুলোচনী, কহ সখি লোচনা ভাটেরে গ্রেরণ করা কি করি বল না৷ নদ এই কথা শুনে, যদি এই কথা শুনে। জানি কি দেয রাণী দেয় ভাগ্য গুণে ॥ ইথে সংশয় আছয়, ইথে সংশয় আছয় । শেষ বুঝে কাৰ্য্য করা উচিত যে হয় ৷ কয় করিয়া বিচার, কহ ক'রয় বিচার । বুদ্ধিতে প্রবীণ বট বিদ্যার আধার। মুলোচনা, সুশীলা দিলেক যুক্তি ভাট পাঠাইতে। লপির সহিত চিত্ত্ব বিলাসে অনিতে ॥ Lঘ}ষণ দিলেন রীজ নানা দিগৃদেশে। অঙ্গ বঙ্গ কলিঙ্গাদি গুজরাট শেষে । কাশী কাঞ্চী কানাকুজ মথুরা মিথিলা। রাজা রাজচক্রবন্ধী আদি নিমজিল ॥ " ভাগের পরীক্ষা হেতু নানা রাজসুত৷ প্রেরণ করছে বাৰ্ত্ত পাঠাইছে দূত। অধীর হইলে কি বা হবে ঠাকুরাণি। ভাটকে পাঠান আমি সুযুক্তি নমানি। অনূঢ় নবীন তুমি,মাতার অধীন। বুঝে দেখ এই কার্য অনুচিত কি না। সহসা করিলে কৰ্ম্ম সফল না হবে। দশ দিগে দশ জন দশ কথা কবে। আমি অপমান পাব তুমি অমৃযোগ। তিরষ্কার পুরস্কার সুশীলার ভোগ।