পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाफेरी Ꮌ☾Ꮬ কলিঙ্গাদি দেশ সঙ্গত বিবিধ বেদাঙ্গাদি বিঙ্গ]] জনিত স্বীয় জ্ঞান সহকারে যে ব্যবস্থা দিবেন তাহ যে বহু জনের তুষ্টিকর হইবেক ইহাতে আমার সংশয় নাই, অতএব হে, ধৰ্ম্মাধ্যক্ষ এই মহোদয় মহাশয়কে আমার স্থলাভিষিক্ত জ্ঞান করিয়া প্রয়েজনীয় বিধি লইয়া আমাকে অমুকম্পা করিবেন । শাস্ত্রীবর কোমল বয়স্ক হইলেও বহু শাস্ত্র জ্ঞান জনিত গরিয়সী বুদ্ধি সহকারে প্রবীণত্বকে প্রাপ্ত হইয়াছেন, নবীন শাস্ত্রী যে বিচার করবেন তাহাতেই তাহার সুখ্যাতি প্রচার হইবেক আমার অধিক লেখা নিম্প্রয়োজন ইত্যাস্তাং। উঞ্জয়িনী নিবাসি । ঐবিদ্যাধর শান্ত্রিণঃ । ধৰ্ম্ম, বিদ্যাধর শাস্ত্রী যাহা লিথিয়াছেন তাহ আমি সক লের গোচর করিলাম, অতএব রাজ কৰ্ম্মচারিগণ তোমরা এই লিপি লক্ষপতির অীদাশ পত্রের সঙ্গে যুক্ত কর। এই দেখ শাস্ত্রীবর আসিতেছেন। রাজ ব্যবস্থাপক বেশে ভাতুমতী রাজ, কুমারীর বিচারাগারে প্রবেশ। ছয়. ৷ ধৰ্ম্মাবতার আপনি বিচারাসনে উপবেশন করুন, 擂牌 আপনকার আসনৈক প্রান্তরালে আসন লইব। আর আমার সহকারী এই মসীজীবী আমার দক্ষিণে থাকিবেন। ধৰ্ম্ম, এই হউক। আপনার মঙ্গল ও প্রাচীন শাস্ত্রী কেমন আছেন তাহা কহ } *..., শাম্বী, ধৰ্ম্মাবতারের দর্শনেই মঙ্গল। নচেৎ উপাসক দিগের মঙ্গল কোথ! . বৃদ্ধবিদ্যাধর শাস্ত্রী এক্ষণে পীড়িত আছেন।