পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هجك ब्रूणीन. w*fi*. उॉनू. ভানুমতী চিন্তবিলাস ধরিয়া নাথের কর বরাননী ধনী। পথ পানে চাহি আছে চন্দ্রের রমণী ॥ চামর ছন্দ। . চন্দ্ৰ নটবর, ধরি শশি কর, নেহালিছে ঘন। মৃদুহাসে ধনী, হের চন্দ্রাননি, তার সুবদন। হয়ে অগ্রসর, অাছে চন্দ্র বর, লইতে তোমায়। ঢাক চন্দ্রীনন, চন্দ্র আগমন, হুইল হেথায় ॥ পয়ার। নিকটে আইল দেখ চিত্তের মোহিনী। আগে করি সম্বোধন শুনি গে কাহিনী । জিজ্ঞাসিব শুভ বাৰ্ত্ত পথের কুশল । আপন কুশল আর চিত্তের মঙ্গল ॥ আমরা কল্যাণে আছি শুনহ কল্যাণি। তোমার কুশল কহ শশি সুবচনী । পতির কুশল কহ গৃহের মঙ্গল। চিত্তের সম্বাদ কহি কর সুশীতল ৷ কবে বা অসিবে নাথ কি শুনেছ ধনি । সম্বীদে সন্তোষ মোরে কর সুবদনি। নাথের কুশল হেতু শঙ্করে পুজিছ । উাহার প্রসাদে শূলপাণিরে দেখিয় ॥ সহস্র কণক চাপ দিয়া বিশ্বনাথে। গঙ্গ জল বিল্বদলে পূজি ঘোড় হাতে। নাথের মঙ্গল হেতু চাহিলাম বর। হৃষ্টান্তরে মোরে বর দিলা দিগম্বর ॥ প্রত্যাদেশে ত্রিপুরারি প্রাণ দিল করে। মাথের কুশল হৰে যাহ বালা ঘরে। ।