পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৩ ভানুমতী চিত্ত্বৰিলাল যুক্তি করি সুধীসনে, লিপিলয়ে সংগোপনে, ছদ্মবেশে দুই জনে বুঝতে বা নারিবে। বিচারে হইয়ু ধীর, লক্ষেরে করিন্থ স্থির, ভাবিয়া দেখহ ধীর, মনে হতে পারবে৷ লক্ষ হয় পরাজয়, বহু অর্থ হৈল ক্ষয়", শেষে অর্থ যাহা রয়, শশি তাহ পাইবে। দীন পত্র কৈল সেই, লিখিল তাহাতে যেই, হয় নয় দেখ এই, ইথে বোঝা যাইবে৷ . বিচারে পাইয়ু যশ, গুজরাট হইল বশ, নব্য সুধী অপযশ, কেহ নাহি গাইবে। এই কথা হবে যথা, মোর যশ হবে তথা, নারীর বিচার কথা,দেশে দেশে ধাইবে { সখী সুশীলার সনে, যুক্তি করি মনে মনে, মোরা ভিন্ন কোন জনে,তৰাঙ্গুরীহরিৰে। যুগল অঙ্গুী হরি,সহচরী সঙ্গে করি, ঘরে আমি ত্বর তরি বিষাদ না করিবে৷ তুমি নাথ প্রাণপতি,তুমি মম মতি গতি, অসতী কহিলে পতি, সতী প্রাণে মরিবে। পতি সরসিজ পদ, সেবি হয় নিরাপদ, হৃদে ভাবি পতি পদ, অন্তে নারী তরিবে । পয়ার। এমন আশ্চর্য বাণি না শুনি শ্রবণে । বিচারে করিলা বশ রাজ সভা জনে ॥ পণ্ডিত আমার প্রাণ হইল এখন। পণ্ডিতে তোমাতে ভেদ না হয় কখন। । যে তুমি সে সুধীবর যে সুধী সে তুম। পণ্ডিত রমণী প্রাণ সৰ্ব্ব গুণ ভূমি। পণ্ডায়মণ্ডিত হৰ পণ্ডিত লভিয়৷ দেখো যেন প্রম পণ্ড নাহি হয় প্রিয়৷