পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্র, নাটক । - ૨૦૧ সুধীর লেখক সহ বঞ্চিবে সুশীল। লিখিবে আপন করে লেখকের লীলা । লেখা যেtখা নাই লেখা কতই লিখিবে। লেখালে লিখিৰে ধনী শেখালে শিখিবে। অন্তঃযমক পয়ার। আশ্চর্য রহস্য বটে শুনে হাসি পায়। স্ত্রী পুরুষে কন্দল আছয়ে পায় পায়। এমন কলহ কেবা করি বরে পারে। একাকিনী যারা যায় উজ্জয়িনী পারে। পতি ছিদ্র অন্বেষণ করে সব নারী। আমরা নারীর ছিদ্র অন্বেষিতে নারি। ছলাবতী নারী পতি সহ ছল করে। ফিরে চাহে ধন ধনী ধন করি করে। এমন নারীরে সখা ধন্যবাদ করি। করিণীর যোগ্য মাত্র হয় মত্ত করী। খুন হয় পতি নারী মুখ পানে চেয়ে। যোগী হয়ে পতি মরে মান ভিক্ষা চেয়ে ॥ তথাপিও নারী মান কভু না নিবারে। সাধিলে মানিনী সাধ বাড়ে বারে বারে । সরল সুন্দর দেখ পুরুষের মন। शमाथि नाङ्गीङ्ग भन श्हेउ यभन । পতির সহিত কেবা করিত কন্দল। প্রবল না হৈত তবে অবলার দল। রহস্যের কটুৰাণিক্ষম কর ধনী। বরাভয় দানে দীন মিত্রে কর ধনী। পয়ার। তুমিত পতির সখ পক্ষ পাতে রত। নারীর বখান কৈল আত্ম মনোমত ॥ চতুর হইলে পতি চতুরা রমণী। বুদ্ধ বলে রক্ষা করে নিজ পত্তি ধনী।