পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रहॆक्षुः । - ২১১ শয়ন মন্দিরে যাই দেহ অল্পমতি। চল চিন্তু প্রাণ যদি হয় তব মতি ॥ ত্রিপদী। নিশি হয় অবসান,কোকিল করয়ে গান, শয়ন মন্দিরে চলে ধনী। মলয়া বহরে মন্দ, প্রিয় হবে হৃদীনন্দ, ভ্রমর না কর উচ্চ ধ্বনি। মধুর গুঞ্জর রবে, যদি গান কর তবে, প্রিয় তোরে অন্তরে বাসিবে। পদ্মিনী মেলিলে মুখ, অন্তরে পাইবে সুখ, মকরমদ আনন্দে ভাসিবে। অস্ত হৈতে সুধাকর, ক্ষণেক বিলম্ব কর, যাবত শীতল নহে প্রিয়া।" হিমকর তব কর, বিরহির খরতর, कछू मध रुद्र उीब्र शिा ॥ শীতল নীহার দীনে, প্রিয়ারে তোষহ প্রাণে, তবে ধনী শীতল হইবে। মুখেতে মুদিবে আঁখি, নিশি নাথ প্রত রাখি, অস্তাচলে গমন করিবে । মল্লিক। মালতী জাতি, প্রফুল্লা সেবতী ঘাতি মন্দ মন্দ বিস্তারহ বাস। মলয়া সমীর ভরে, প্রমোদ করহ পরে, প্রেয়সীর হইবে উল্লাস। কাম শুন হে সুমতি, নিদ্রা যাবে মোর রতি, শিয়রে জাগিয়া তার রহ। কাচা ঘুমে উঠি রতি,যদি হয় ক্ৰোধ মতি, উৰে কোথা লুকাইৰে কহ। কাম পুরে রহ লুক, না দেখিৰে চন্দ্রমুখী, সময়ে সন্ধান কর বাণ।