পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाफेद । ২১৭ পয়ার | সুশীল, এখন কি যাবি তুই আগে বিয়ে কর। मूलाल, चांनू. 结 :फ्रेंड. বিলাসের ভগ্নি আছে তার হবি বর ॥ পরম রসিকাশালী পাইবি দুলাল। ‘ · মুখেতে বঞ্চিবি যেন আম্বাদে গোপাল । যেটন কার্য্যেতে তুমি বুঝিলাম পটু। পাগলের কথা কিন্তু নাহি বুঝ কটু। এরে বলি রাজযোট যদি এটা ঘটে। তুমি যদি যেটু পাট কর তবে বটে। অতঃপর প্রিয়নাথ করি নিবেদন । প্রাণ পতি পিতৃ পাতি করহ প্রবণ। দীর্ঘকাল পরে পিতা আসিবেন ঘরে। কিম্বা বঞ্চিবেন তীর্থে পুণ্যাঞ্জন ভরে। সাম্রাজ্যের ভর আর করে না করিবে। অতএব তুমি রাজ মুকুট ধরিবে। পাত্র হবে চিত্র সেন রাজার বচন । সুলোচনা কৈল অভিষেক আয়োজন ॥ শুভ দিন আজি নাথ বৈস সিংহাসনে। অভিষেক হেতু আমি বসি তব সনে ৷ চিত্র মিত্র বর তব দক্ষিণে রাজিবে। সুশীল রমণী বামে উজ্জ্বল সাজিবে। রাজ দণ্ড করে কর হৈল শুভ ক্ষণ। হের সহচরী সর্ব করে আয়োজন। রাজার আদেশে আমি বসি সিংহাসনে। হৈল শুভক্ষণ বামে বৈস বরাননে। মন্ত্রত্বে নিয়োগ রাজা কৈল চিত্রগেনে। অতএব মন্ত্রি বর বৈস বিধি জেনেী ५