পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ ভানুমতী চিওঁবিলাস ঙ্গেৰিক, তব বাক্য হের শশি প্রস্তর ৰিন্ধিল । সাঙ্ক- অশ্রুরূপ স্নেহ তাহ হতে আকৰ্ষিল ॥ মুখী ? পাষণ হইল দ্রব তোমার কারণে । নয়ন হইতে অশ্রু বহে বরাননে । শশি প্রস্তরে যদ্যপি বিধি বারি সঞ্চারিন্স । পিতার হৃদয়ে কেন স্নেহ ন জন্মিল ৷ মায়ারূপ পয়োহীন মাতার হৃদয় । বুঝিয়া কহ না সেবি তৰে কেন হয় । সেলিঙ্ক, অবিরত কান্দে ভব সাবিত্রী জননী। ধরায় বহিছে ধার দিবস রজনী ৷ থরায় পড়িয়া আছে ধরা ধৈর্য ধরি। যদ্যপি উঠাই তীয় ধরাধরি করি । পুনরায় ধরাতলে পড়য়ে ধীমতি। সুধীর অধীর হয় দেখি তার গতি ৷ অধৈৰ্য হয়েছি. শশি এই সব দেখে । বিধাতার কার্য যার ভাগ্যে যাহা লেখে । শাখ, মাতার শুনিয়া দুঃখ অন্তর বিদরে । দুঃখের উপরে দুঃখ না সহে অন্তরে। সেকি নিষ্ঠুর না দেখি তব পিতার সমান। লক্ষ পতি গৃহে তব নাহিক কল্যাণ৷ शक করিয়াছি এক সুলক্ষণ বরে । কহিৰ তোমারে শশি যদি মনে ধরে। চিত্তের অভেদ মিত্র চন্দ্রসেন নাম । তোমার সমান দেখি সেই গুণধাম ॥ চন্দ্রিমী জাকার চন্দ্রে হেরি চন্দ্রাননী। প্রফুল্লা হইবে তুমি কুমুদিনী ধনী। সেইস্ত নায়ক তুমি নায়িক তাহার।