পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাটক 8-3 বিধির নির্ব্বন্ধ এই কহিলাম সীর । উজ্জয়িনী চলি যাও চন্দ্রের সহিত । চিত্তের সহিত চন্দ্র যাবে সুনিশ্চিত । পুরুষের বেশে শশি করহ পয়ান ! কেব| চান্দ কেবা শশি কে পাবে সন্ধান । চন্দ্রসেন কহিয়াছে দুলালের মুখে । যদি তব মনে লাগে তবে রবে সুখে | অস্থির অtছয়ে চন্দ্র তোমার কারণ । দুলাল মুখেতে বাৰ্ত্ত করাহ চলেন : লক্ষের অtছয়ে অর্থ কে করে গণন । ভাণ্ডার পুরিয়া যার রজত কাঞ্চন ; নণিমুক্ত মাণিক্যের গুণ শুন শশি । কিরণে মলিন যার হয় রবি শশি । অল্প ভার বহু মুল্য কিঞ্চিং রতন । অচিরে সঞ্চয় কর করিয়া যতন ॥ ধন সহ ধনী তুমি করহ পয়ান । চন্দ্রসেনে মাল্য দেহ ইথে নাহি আন মানসে বরহ কিবা গান্ধব্য বিধানে । স্থির কর শশি তৰ যাহা মনে মানে । ভারতী পাঠাও অগ্ৰে নায়ক নিকটে । ছুলালেরে দেহ পাতি অতি অন্তঃপটে । দুলাল ত্যজিবে তব পিতার ভবন । দুঃখিত অtছয়ে মাত করিয়া শ্রবণ ! কঠিন কঠোর কটু লক্ষের বচন । আর না সহিতে পারে দুলালের মন ॥ চিত্তের হইবে দাস যাবে উজ্জয়নী। দুলাল মুখেতে এই কথা শুনি ধনী ।